রেলমন্ত্রক

রেনিগুন্টা থেকে “দুধ দূরন্ত”-ট্রেনের মাধ্যমে জাতীয় রাজধানীতে ১০ কোটি লিটার দুধ পরিবহণ করা হয়েছে

Posted On: 10 AUG 2021 5:53PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০  অগাস্ট, ২০২১

 

অন্ধ্রপ্রদেশের রেনিগুন্টা থেকে “দুধ দূরন্ত” বিশেষ ট্রেনের মাধ্যমে জাতীয় রাজধানীতে ১০ কোটি লিটারেরও বেশি দুধ পৌঁছে দেওয়া হয়েছে । গত বছর ২৬ মার্চ এই বিশেষ ট্রেনের যাত্রাপথের সূচনা করা হয় । তারপর থেকে দক্ষিণ-মধ্য রেলের এই বিশেষ ট্রেন নিরবচ্ছিন্ন ভাবে এই কাজ চালিয়ে যাচ্ছে । এপর্যন্ত ৪৪৩টি ট্রিপের মাধ্যমে ২,৫০২টি দুধের ট্যাঙ্ক পরিবহণ করা হয়েছে । 

কোভিড ১৯-এর আগে নতুন দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের মানুষের দুধের চাহিদা পূরণের জন্য সাপ্তাহিক সুপারফাস্ট ট্রেনের সঙ্গে দুধের ট্যাঙ্কার যুক্ত করা হচ্ছিল । কিন্তু, কোভিড পরবর্তী সময়ে দেশে লকডাউনের জেরে যখন এই কাজ সম্ভব হচ্ছিল না, তখন দক্ষিণ-মধ্য রেল “দুধ দূরন্ত” নামে বিশেষ ট্রেন চালানোর কাজ শুরু করে । রেনিগুন্টা থেকে হজরত নিজামুদ্দিন স্টেশন পর্যন্ত ২,৩০০ কিলোমিটার যাত্রাপথ পেরোতে এই বিশেষ ট্রেনের সময় নেয় ৩০ ঘন্টা । “দুধ দূরন্ত” বিশেষ ট্রেনটি সাধারণত ৬টি দুধের ট্যাঙ্ক নিয়ে যাত্রা করে । প্রতিটি দুধের ট্যাঙ্কারে ৪০,০০০ লিটার দুধ ধারণের ক্ষমতা রয়েছে । 

 

CG/SS/RAB


(Release ID: 1744598) Visitor Counter : 188


Read this release in: Hindi , Urdu , English , Punjabi