সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
"জান হ্যায় তো জাহান হ্যায়" প্রচারাভিযান অনুযায়ী সংখ্যালঘুদের মধ্যে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে
Posted On:
09 AUG 2021 3:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ আগস্ট, ২০২১
কেন্দ্রীয় সরকার "জান হ্যায় তো জাহান হ্যায়" এই প্রচারাভিযান অনুযায়ী সংখ্যালঘুদের মধ্যে করোনা প্রতিষেধক টিকাকরণের ব্যবস্থা করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক ছড়াও এই অভিযানে রাজ্যের ওয়াকফ বোর্ড, হজ কমিটি, বিভিন্ন সংগঠন এবং এই কর্মসূচি রূপায়নের সঙ্গে জড়িত সংস্থাগুলিকেও সামিল করা হয়েছে। টিকাকরণ অভিযান সফল করতে এবং করোনা নিয়ে সচেতনতা সৃষ্টি করতে লাগাতার প্রচার চালানো হচ্ছে।
মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প অনুযায়ী ৮০ লক্ষেরও বেশি সুবিধাভোগীদের কাছে পৌঁছে গিয়ে তাদের টিকা করণের উপকারিতা নিয়ে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে সামাজিক মাধ্যম গুলি ব্যবহার করে করোনা প্রতিষেধক টিকা করনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করা হচ্ছে। এজন্য প্রচার কাজে সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় ব্যক্তিত্বদের ব্যবহার করা হচ্ছে। যদিও এই ধরনের প্রচারাভিযানের জন্য বিশেষ কোন তহবিল গঠন করা হয়নি।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নকভি এই তথ্য জানিয়েছেন।
CG/ SB
(Release ID: 1744266)
Visitor Counter : 249