জাহাজচলাচলমন্ত্রক

২০২১এর ভারতীয় বন্দর বিলের খসড়া

Posted On: 09 AUG 2021 2:55PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৯  আগস্ট, ২০২১

 

        ভারতীয় বন্দর বিলের খসড়ার বিষয়ে মতামত জানার জন্য প্রাথমিকভাবে রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্যগুলির মেরিটাইম বোর্ড এবং বড় বড় বন্দরগুলির কাছে ২০২০র দোশরা জুলাই একটি প্রস্তাব পাঠানো হয়। দ্বিতীয়বার ২০২০র ১০ ডিসেম্বর খসড়া প্রস্তাব আবারও সকলের মতামতের জন্য পাঠানো হয়। এই সময় মন্ত্রকের ওয়েবসাইটে জনসাধারণের কাছে বিলের বিষয়ে মতামত জানতে চাওয়া হয়। সব প্রস্তাব বিবেচনা করে ২০২১এর ভারতীয় বন্দর বিলের নতুন খসড়াটি ১০ জুন সংশ্লিষ্ট সকলের কাছে আবারও পাঠানো হয়। এর কয়েকদিন পরেই  ২৪ জুন অষ্টাদশ মেরিটাইম স্টেট ডেভেলপমেন্ট কাউন্সিলের বৈঠক হয়, সেখানে খসড়ার বিষয়ে আলোচয়া হয়।  তবে কিছু কিছু রাজ্য এখনও তাদের মতামত জানায়নি। প্রস্তাবিত বিলটি এখন আলাপ-আলোচনার স্তরে রয়েছে।   

        বড় বড় বন্দরগুলির পরিচালনা এবং প্রশাসনিক কাজের জন্য এই বিলে আলাদা কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ছোট ছোট বন্দরগুলির জন্য সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্টেট মেরিটাইম বোর্ডকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। স্পষ্টতই প্রস্তাবিত বিল অনুযায়ী দেশের উপকূলবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে স্টেট মেরিটাইম বোর্ড গঠন করতে হবে। এই বোর্ড বন্দরের পরিকল্পনা, উন্নয়ন, প্রশাসনিক কাজ সহ অন্যান্য বিষয়ের দায়িত্বে থাকবে।

        রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল।

 

CG/CB/NS



(Release ID: 1744264) Visitor Counter : 210


Read this release in: English , Urdu , Punjabi , Tamil