পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এল এন জি' র ব্যবহারকে উৎসাহিত করতে এবং এর বিতরণ ব্যবস্থা নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে

Posted On: 09 AUG 2021 2:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ আগস্ট, ২০২১

 

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন যে, সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এল এন জি) ব্যবহারকারীদের উৎসাহিত করতে এবং বিতরণ ব্যবস্থাকে ত্বরান্বিত করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

এর মধ্যে রয়েছে-

১) শহরে গ্যাস বিতরণ ব্যবস্থা বা সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিজিডি) নেটওয়ার্ক- এর মাধ্যমে এলএনজি গ্যাস শিল্প সংস্থা এবং বাণিজ্যিকভাবে গ্রাহকদের সরবরাহ করা।

২) সার সরবরাহ (ইউরিয়া) সেক্টর থেকে গ্যাস সংগ্রহ করা।

৩) এলএনজি টার্মিনাল স্থাপন, ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং পুনরায় গ্যাস ভরার পদ্ধতি রপ্ত করা।

৪) জাতীয় সড়ক এবং সোনালী চতুর্ভুজ সড়কের ধারে এলএনজি স্টেশন স্থাপন করা।

৫) কেন্দ্রীয় মোটরযান বিধি বা সি এম ভি আর, স্ট্যাটিক এন্ড মোবাইল প্রেসার ভেসেল রুলস, এলএনজি ভেহিকেল টাইপ টেস্টিং স্ট্যান্ডার্ড এবং ডিজেল- এলএনজি ডুয়েল ফুয়েল ভেহিকেল পলিসির মতো ক্ষেত্র গুলি প্রণয়নে সরকার বিশেষ সহায়তা করেছে।

 

CG/ SB


(Release ID: 1744140)