সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

ডিজিটাল ব্যবস্থার সর্বোত্তম ব্যবহার এবং উত্তরপূর্ব সামিট-এর জাতীয় সম্মেলন

Posted On: 07 AUG 2021 5:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ আগস্ট, ২০২১

 

অটিজম, সেরিব্রাল পালসি এবং মানসিক প্রতিবন্ধকতা সহ একাধিক দিব্যাঙ্গ জনদের কল্যাণের জন্য গঠিত জাতীয় ট্রাস্ট, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে ডিজিটাল-এর সর্বোত্তম ব্যবহার এবং নর্থ-ইস্ট সামিটের ওপর একটি জাতীয় কনভেনশনের আয়োজন করা হয়। নতুন দিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের জন্য এই সামিট-এর ব্যবস্থা করা হয়েছিল। যার মূল উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতার ৭৫-তম বর্ষপূর্তি উপলক্ষে 'আজাদী কা অমৃত মহোৎসব' কর্মসূচির রূপায়ণ করা। এই সম্মেলনে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী কুমারী প্রতিমা ভৌমিক এবং শ্রী এ নারায়ণস্বামী।

এই সম্মেলনে একশোরও বেশি প্রতিনিধি এবং দিব্যাঙ্গজনদের সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার বলেন, এই ধরনের সম্মেলন যাদের জন্য, সেই দিব্যাঙ্গজনদের উপস্থিতি সবচেয়ে বেশি প্রয়োজন। এই ধরনের সম্মেলন দেশের বিভিন্ন প্রান্তে করার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন।

তিনি দৃষ্টিহীন দিব্যাঙ্গজন এবং ন্যাশনাল ট্রাস্টের বোর্ড সদস্য ডক্টর শাপম যশোবন্ত সিং, যিনি দিব্যাঙ্গ জনদের শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁর উদ্যোগের প্রশংসা করেন। 

কেন্দ্রীয় মন্ত্রী সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটরের কাজের প্রশংসা করে বলেন যে দোভাষীদের সাহায্যেই এই সম্মেলনের বার্তা সারাদেশের দিব্যাঙ্গজনদের কাছে পৌঁছে যাচ্ছে।

সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কুমারী প্রতিমা ভৌমিক উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির ধর্মীয় ঐতিহ্য এবং আদিবাসী জনসংখ্যার বিশাল বৈচিত্রের উপর গুরুত্বারোপ করেন।

ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী এ নারায়নস্বামী বলেন, দিব্যাঙ্গজনদের জন্য আরও বেশি করে সচেতনতা সৃষ্টির প্রয়োজন রয়েছে।

 

CG/ SB



(Release ID: 1743726) Visitor Counter : 189