সারওরসায়নমন্ত্রক
ন্যানো ইউরিয়া ব্যবহারের মাধ্যমে কৃষকের ফলন বাড়বে এবং পরীক্ষার সময় দেখা গেছে এই সার প্রয়োগে ৫০ শতাংশ নাইট্রোজেন সাশ্রয় করা সম্ভব হবে
Posted On:
06 AUG 2021 12:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ আগস্ট, ২০২১
গাছের ফলনে ন্যানো ফার্টিলাইজার প্রয়োগ করলে যথেষ্ট সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত এর আকৃতি এবং কম প্রয়োগ করে বেশি ফলন পাওয়ার বৈশিষ্ট্যই অন্যতম কারণ। ন্যানো ফার্টিলাইজার গাছকে নিয়ন্ত্রিতভাবে পুষ্টি যোগায়। এর ফলে সারের অপচয় বন্ধ হয়।
আইএফএফসিও ন্যানো ইউরিয়া বা ন্যানো নাইট্রোজেন উদ্ভাবন করেছে। ২০১৯-২০ রবি মরশুমে ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেমের মাধ্যমে সাতটি আইসিএআর গবেষণা প্রতিষ্ঠান এবং রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়ে এই সারের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। ধান, গম, সরষে, ভুট্টা, টোমাটো বাঁধাকপি, শশা, ক্যাপসিকাম, পেঁয়াজ ইত্যাদির ওপর ন্যানো নাইট্রোজেন প্রয়োগ করে যথেষ্ট ভালো ফলন পাওয়া গেছে। এছাড়াও এই সার প্রয়োগে প্রায় ৫০ শতাংশ নাইট্রোজেন সাশ্রয় করাও সম্ভব হয়েছে।
ফার্টিলাইজার্স কো-অপারেটিভ লিমিটেড (আইএফএফসিও)-এর সঙ্গে ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড এবং রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। এর ফলে, এই দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে আইএফএফসিও ন্যানো ইউরিয়া উৎপাদনের প্রযুক্তি হস্তান্তর করবে। আইএফএফসিও সার দপ্তরের কাছে তরল ন্যানো ইউরিয়া বিদেশে রপ্তানি করার অনুমতি চেয়েছে। সংস্থার গুজরাটের কালোল-এর ন্যানো ফার্টিলাইজার প্ল্যান্ট থেকে এই সার তৈরি করা হয়।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং সার ও রসায়ন মন্ত্রী শ্রী মনসুখ মাণ্ডব্য।
CG/CB/DM
(Release ID: 1743346)
Visitor Counter : 160