পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক উন্মুক্ত একর লাইসেন্সিং কর্মসূচির ষষ্ঠ নিলাম প্রক্রিয়ার সূচনা করেছে

Posted On: 06 AUG 2021 1:32PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৬ আগস্ট, ২০২১

২০১৬ সালে সরকার হাইড্রোকার্বন এক্সপ্লোরেশন অ্যান্ড লাইসেন্সিং পলিসি (এইচইএলপি)চালু করে। এরফলে ভারতে হাইড্রোকার্বন অনুসন্ধান ক্ষেত্রগুলিতে যেভাবে এতদিন নিলাম ডাকা হত, তাতে পরিবর্তন আসে। এমনকি উৎপাদন থেকে রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রেও পরিবর্তন হয়। 'উন্মুক্ত একর লাইসেন্সিং কর্মসূচি' সম্ভাব্য বিনিয়োগকারীদের দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বিশেষ আগ্রহী করে তোলে।ইতিমধ্যেই তিনটি নিলাম প্রক্রিয়া সফলভাবে শেষ করার পর সরকার ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এইচইএলপি ক্ষেত্রে আরও কিছু সংস্কার সাধন করে।
সরকার এখন 'উন্মুক্ত একর লাইসেন্সিং কর্মসূচি' ক্ষেত্রে ষষ্ঠ পর্যায়ে নিলাম প্রক্রিয়া শুরু করেছে। চলতি বছরের ৬ আগস্ট থেকে ৬ নভেম্বর পর্যন্ত ২১টি ব্লকে প্রায় ৩৫ হাজার ৩৪৬ বর্গ কিলোমিটার এলাকায় সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য দরপত্র জমা দিতে আহ্বান জানানো হয়েছে। অনলাইন ই-নিলাম পোর্টালের মাধ্যমে নিলামের সমস্ত কাগজ জমা করা যাবে। নভেম্বর মাসের শেষে দরপত্র খুলে নিলাম প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করা হবে। আশা করা যাচ্ছে এই নিলাম প্রক্রিয়ায় প্রায় ৩০-৪০ কোটি মার্কিন ডলার মূল্যের আর্থিক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। হাইড্রোকার্বন এক্সপ্লোরেশন অ্যান্ড লাইসেন্সিং পলিসি দেশে সহজে ব্যবসার ক্ষেত্রে বিশেষ সাহায্য করেছে।

CG/SS/NS


(Release ID: 1743321) Visitor Counter : 229


Read this release in: English , Marathi , Hindi , Telugu