সংস্কৃতিমন্ত্রক

আমাদের চুরি যাওয়া পুরাকীর্তির ৭৫ শতাংশ গত ৭ বছরে ফিরে পাওয়া সম্ভব হয়েছে : শ্রী জি কিষান রেড্ডি

प्रविष्टि तिथि: 05 AUG 2021 4:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ আগস্ট, ২০২১

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন যে, ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত মোট ৫৪ টি পুরাকীর্তি বিভিন্ন দেশ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, "এটা খুবই সৌভাগ্যের বিষয় যে, আমাদের চুরি যাওয়া পুরাকীর্তির অধিকাংশই বাইরে থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।"তিনি আরও বলেন যে, চুরি যাওয়া পুরাকীর্তির অধিকাংশটাই ফিরিয়ে আনা সম্ভব হয়েছে গত সাত বছরে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মোট ৪১ ত্রিপুরা কীর্তি উদ্ধার করা গেছে। যা মোট উদ্ধারের ৭৫ শতাংশ বলা চলে।
কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন। যার সক্রিয় প্রচেষ্টাতেই এইসব চুরি যাওয়া পুরাকীর্তি ফিরে পাওয়া সম্ভব হয়েছে।
কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী শ্রী কিষান রেড্ডি চুরি যাওয়া পুরাকীর্তি উদ্ধারের ঘটনায় বিভিন্ন সরকারি সংস্থা যেমন, আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রভৃতির সক্রিয় প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

CG/ SB

 


(रिलीज़ आईडी: 1742963) आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Tamil , Kannada