বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
অটিজমের মতো স্নায়ু সংক্রান্ত ব্যাধি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য মানব-ভিত্তিক একটি মডেলের উদ্ভাবন করেছেন একজন ইন্সপায়ার ফ্যাকাল্টি ফেলো
Posted On:
04 AUG 2021 11:00AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ অগাস্ট, ২০২১
অটিজমের মতো স্নায়ুর বিকাশ বাধাপ্রাপ্ত হওয়া অসুখের বিষয়ে গবেষণা করতে ডঃ যোগিতা কে আদলাখা মানব-ভিত্তিক একটি মডেল উদ্ভাবন করেছেন। এর সাহায্যে স্নায়বিক নানা ব্যাধির চিকিৎসা করতে সুবিধা হবে।
ডঃ আদলাখা কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের ইন্সপায়ার ফ্যাকাল্টি ফেলোপ্রাপ্ত একজন গবেষক। তিনি ফরিদাবাদের ট্রান্সলেশনাল হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউটের গবেষক। প্রথমবারের মতো ভারতে তিনি মানুষের ত্বকের কাছাকাছি থাকা রক্ত থেকে ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেল তৈরি করেছেন। এর সাহায্যে স্নায়ুতে থাকা বিশেষ ধরনের স্টেম সেল তৈরি করা যায়। ডঃ আদলাখার নেতৃত্বে একটি দল স্নায়ুকোষের স্টেম সেলের মাইক্রো আরএনএ-র কাজ নিয়ে গবেষণা করেছেন। সেখান থেকে তাঁরা স্নায়ুর বিকাশ এবং স্নায়ুতে থাকা মাইক্রো আরএনএ স্টেম সেললের বিষয়ে জানতে পেরেছেন। গবেষণায় দেখা গেছে, স্নায়ুতে মাইক্রো আরএনএ ১৩৭ কম থাকলে বিভিন্ন ব্যাধির সৃষ্টি হয়। এর ফলে, বয়স বাড়লে স্নায়ুর কর্মক্ষমতা হ্রাস অথবা স্বমগ্নতা বা অটিজমের সমস্যা দেখা দেয়। বিজ্ঞানীরা মাইক্রো আরএনএ ১৩৭ কাজ সম্পর্কে ধারণা পেয়েছেন। তাঁর গবেষণায় ডঃ আদলাখা দেখেছেন, খুব কম পরিমাণে মাইক্রো আরএনএ স্নায়ুকোষে প্রবেশ করালে বয়স জনিত বিভিন্ন সমস্যা এমনকি সমগ্নতা দূর করা সম্ভব হতে পারে। এ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।
CG/CB/SB
(Release ID: 1742570)
Visitor Counter : 170