অর্থমন্ত্রক

সিবিআইসি কমপ্লায়েন্স ইনফরমেশন পোর্টাল চালু করেছে

Posted On: 04 AUG 2021 4:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ অগাস্ট, ২০২১

কেন্দ্রীয় পরোক্ষ কর ও সীমাশুল্ক পর্ষদ (সিবিআইসি) আজ ভারতীয় সীমাশুল্ক মান্যতা সম্পর্কিত একটি তথ্যমূলক পোর্টাল চালু করেছে। এই পোর্টাল থেকে প্রায় ১২ হাজার পণ্যের শুল্ক মাশুল সম্পর্কে বিভিন্ন পদ্ধতিগত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যাবে। সিবিআইসি-র পক্ষ থেকে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে চালু করা এই পোর্টালের সাহায্যে আগ্রহী যে কোনও ব্যক্তি সীমাশুল্ক সম্পর্কিত আইনি ও পদ্ধতিগত বিষয় সম্পর্কে সর্বশেষ তথ্য সংগ্রহ করতে পারবে। এর ফলে, বিভিন্ন পণ্যের আমদানি ও রপ্তানি আরও সহজ হবে। শুল্ক মাশুল ব্যবস্থার এক্তিয়ারে থাকা সমস্ত পণ্যের রপ্তানি ও আমদানি সম্পর্কিত তথ্য সহজেই এই পোর্টাল থেকে পাওয়া যাবে এবং এর ফলে, সীমান্তপারের বাণিজ্য ব্যবস্থা আরও সরল হয়ে উঠবে। কাস্টমস্‌ কমপ্লায়েন্স ইনফরমেশন পোর্টাল (সিআইপি) ব্যবহারের জন্য যে কোনও ব্যক্তি পোর্টালের কাস্টম ট্যারিফ হেডিং বা পণ্য সামগ্রী সংক্রান্ত বিবরণী বটনে গিয়ে ক্লিক করে ধাপে ধাপে সেখান থেকে আমদানি বা রপ্তানি সম্পর্কিত লাইসেন্স, সার্টিফিকেট প্রভৃতি সম্পর্কে তথ্য এবং পদ্ধতিগত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার বিষয়ে তথ্য পেতে পারেন। এই পোর্টালের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হ’ল – সারা দেশে সীমাশুল্ক নৌ-বন্দর, বিমানবন্দর ও স্থলবন্দর সম্পর্কেও তথ্য রয়েছে। এমনকি, নিয়ন্ত্রণমূলক সংস্থাগুলির ঠিকানা ও তাদের ওয়েবসাইটের বিবরণও এই পোর্টালে দেওয়া হয়েছে।

CG/BD/SB



(Release ID: 1742405) Visitor Counter : 200