সারওরসায়নমন্ত্রক
অত্যাবশ্যকীয় ওষুধপত্রের যোগান
Posted On:
03 AUG 2021 4:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ আগস্ট, ২০২১
অত্যাবশ্যকীয় ওষুধপত্রের যোগান বাড়াতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে - বর্তমানে চালু ওষুধ নির্মাতা সংস্থাগুলিকে নতুন উৎপাদন কেন্দ্র স্থাপনের অনুমতি, যাতে তাদের উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়। নতুন উৎপাদক সংস্থা বা আমদানিকারীদের দ্রুত লাইসেন্স প্রদান। কাঁচামাল সংগ্রহে উৎপাদকদের সাহায্য। রপ্তানিকারকদের ওষুধপত্র রপ্তানির ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর নিষেধাজ্ঞা জারি প্রভৃতি। দেশে ওষুধপত্রের উৎপাদন বাড়াতে, ওষুধ নির্মাতা সংস্থাগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে। এমনকি, কোভিড-১৯-এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় যাবতীয় গুরুত্বপূর্ণ ওষুধপত্রের যোগান সুনিশ্চিত করতে নিয়মিত ভাবে সাপ্তাহিক ভিত্তিতে খুচরো ফার্মাসিগুলির ওপর নজর রাখা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জিলেড লাইফ সায়েন্সেস সংস্থার পেটেন্ট বা শর্তধারী ওষুধ রেমডিসিভির ৭টি ভারতীয় লাইসেন্স প্রাপ্ত সংস্থা উৎপাদন করে থাকে। দেশে ওষুধ উৎপাদনের পরিমাণ গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ছিল ৩৮ লক্ষ ভায়াল। এই পরিমাণ জুন মাসে বেড়ে হয়েছে প্রায় ১২২ লক্ষ। লাইসেন্স প্রাপ্ত ভারতীয় ৭টি সংস্থা গত পয়লা এপ্রিল থেকে ২৫ জুলাই পর্যন্ত ১ কোটি ৬৮ লক্ষ ১৪ হাজারের বেশি রেমডিসিভির ভায়াল উৎপাদন করেছে।
ফার্মাসিউটিক্যালস দপ্তর এবং ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) নতুন উৎপাদন কেন্দ্রগুলির জন্য দ্রুত ছাড়পত্র দিতে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করে চলেছে। এছাড়াও ফার্মাসিউটিক্যালস দপ্তর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস লিপসোম্যাল অ্যাম্ফোটেরিসিন বি ওষুধ আমদানির পরিমাণ বাড়াতে উৎপাদক সংস্থা ও আমদানিকারীদের সঙ্গে নিরন্তর যোগাযোগ বজায় রেখে চলেছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন রয়াসন ও সার মন্ত্রী শ্রী মনসুখ মান্ডব্য।
CG/BD/AS
(Release ID: 1742028)
Visitor Counter : 117