বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন সুযোগ সৃষ্টি করেছে যা প্রচলিত প্রযুক্তি দ্বারা অর্জন করা সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন
प्रविष्टि तिथि:
02 AUG 2021 11:29AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ আগষ্ট, ২০২১
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন সুযোগ সৃষ্টি করছে যা প্রচলিত প্রযুক্তি দ্বারা অর্জন করা যায় না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। স্বাস্থ্য সেবার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যতের অনেককিছু মোকাবিলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজন হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে তার কর্মক্ষমতা থেকে না সরিয়ে বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। মূলত এটি ডেটার ওপর কাজ করে। ন্যাশনাল কাউন্সিল ফর সাইন্স এন্ড টেকনোলজি কমিউনিকেশন এন্ড বিজ্ঞান প্রসার আয়োজিত আজাদি কা অমৃত মহোৎসবের এক অনলাইন আলোচনা সভায় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা এই তথ্য পেশ করেছেন। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এই বিভাগের মাধ্যমে বিভিন্ন প্রকল্প রূপায়নের কথা তিনি উল্লেখ করেন।
নীতি আয়োগ-এর বরিষ্ঠ পরামর্শদাতা আন্না রায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন সমস্যার মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেন।
CG/ SB
(रिलीज़ आईडी: 1741700)
आगंतुक पटल : 235