সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

অনুন্নত শ্রেণীর চিহ্নিতকরণ এবং তালিকাভুক্ত করার অধিকার

Posted On: 28 JUL 2021 3:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ জুলাই, ২০২১

 

ভারতের সংবিধান সংশোধনী (একশত ও দ্বিতীয়) আইন-২০১৮ অনুযায়ী সামাজিক এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণীকে সংবিধানের ৩৪২-এ ধারা অনুযায়ী নির্দিষ্ট করা ছিল যে রাষ্ট্রপতি কোন নির্দিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে সামাজিক ও অর্থনৈতিক অনুন্নত শ্রেণী বা এসইবিসি-র কেন্দ্রীয় তালিকা নির্দিষ্ট করবেন। এই তালিকার যে কোনো পরিবর্তন কেবল সংসদের মাধ্যমে করা যেতে পারে।

মাননীয় সুপ্রীম কোর্ট সংবিধানের এই সংশোধন আইন ব্যাখ্যা করেছে এবং আদেশ দিয়েছে যে রাষ্ট্রপতি দ্বারা নির্ধারিত তালিকা সংবিধানের এ  সম্পর্কিত একমাত্র তালিকা হবে। অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে তাদের এসইবিসি-র তালিকা প্রকাশের কোনো ক্ষমতা নেই।

রাজ্য গুলির অধিকার অনুযায়ী সংরক্ষণের তালিকা করতে পারে কিনা সে বিষয়ে সরকার আইনজীবীদের সঙ্গে এবং আইন মন্ত্রকের সাথে পরামর্শ করছে।

আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এই তথ্য জানিয়েছেন।

 

CG/ SB


(Release ID: 1740062) Visitor Counter : 216
Read this release in: English , Urdu , Marathi , Telugu