কৃষিমন্ত্রক
পিএম-কিষাণ প্রকল্পে লেনদেন
Posted On:
27 JUL 2021 6:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২১
পিএম-কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে প্রতি চার মাসে বার্ষিক ভিত্তিতে তিন কিস্তিতে, প্রতি কিস্তিবাবদ ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর ফলে, সংশ্লিষ্ট সুফলভোগী কৃষকের অ্যাকাউন্টে বার্ষিক ৬,০০০ টাকা জমা করা হয়।
কর্মসূচির আওতায় আর্থিক সুযোগ-সুবিধা প্রতি মাসে দেওয়া হয় না। তিনটি কিস্তিতে আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে। কর্মসূচির সূচনার সময় থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৪০ লক্ষ ১৬ হাজার ৮৮৭টি ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়নি। অন্যদিকে, কর্মসূচির সূচনার সময় থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মোট লেনদেন হয়েছে ৬৮ কোটি ৭৪ লক্ষ ৩২ হাজার ১০৪টি। এর মধ্যে ‘ফেইল্ড ট্রানজাকশন’ বা লেনদেন হয়নি মাত্র ১ শতাংশ ক্ষেত্রে। পিএম-কিষাণ কর্মসূচির আওতায় লেনদেন না হওয়ার পেছনে সরকার একাধিক কারণ চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া, অবৈধ আইএফএস কোড, অ্যাকাউন্ট ইন্যাক্টিভ বা নিষ্ক্রিয় থাকা, দীর্ঘ সময় লেনদেন না হওয়া অ্যাকাউন্ট, প্রতিটি লেনদেনে ক্রেডিট বা ডেবিটের ক্ষেত্রে ব্যাঙ্কের পক্ষ থেকে স্থির করে দেওয়া সীমা ছাড়িয়ে যাওয়া, অ্যাকাউন্টধারীর মৃত্যু, অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়া, ইন্যাক্টিভ আধার, নেটওয়ার্কের সমস্যা প্রভৃতি।
লেনদেন না হওয়া সম্পর্কিত সমস্যার সমাধান এবং নিবন্ধীকৃত কৃষক পরিবারের জন্য প্রাপ্য মেটানোর প্রক্রিয়া সুনিশ্চিত করতে সরকার একটি আদর্শ কার্যপরিচালন প্রণালী (এসওপি) চালু করেছে। এই এসওপি প্রয়োজনসাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো হয়েছে। যে সমস্ত ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ সত্ত্বেও নির্দিষ্ট অ্যাকাউন্টে লেনদেন করা সম্ভব হয়নি, সেই সমস্ত বিষয়ে পিএম-কিষাণ পোর্টালে ‘কারেক্টিভ মডিউল’ নামক ট্যাবে সংশোধন হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। এর পরেও যে সমস্ত ক্ষেত্রে লেনদেন করা যায়নি, সে সম্পর্কিত যাবতীয় রেকর্ড পুনরায় যাচাই করে পিএম-কিষাণ কর্মসূচির আওতায় পরবর্তী কিস্তিগুলিতে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
পিএম-কিষাণ কর্মসূচির সূচনার সময় থেকে ২০২১-এর ৩০ জুন পর্যন্ত লেনদেনের মোট সংখ্যা
রাজ্য
|
লেনদেনের মোট সংখ্যা
|
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
|
১২৪৯৭০
|
অন্ধ্রপ্রদেশ
|
৩৬০৫৩৭০৫
|
অরুণাচল প্রদেশ
|
৫২৭৩৩৫
|
আসাম
|
১৪২৬৩৪২৭
|
বিহার
|
৪৫৯০৩১০৬
|
চণ্ডীগড়
|
৩০০৫
|
ছত্তিশগড়
|
১৬৫৮৭৭২৩
|
দাদরা ও নগর হাভেলি
|
২৫০৪৩
|
দমন ও দিউ
|
৮৯২৯
|
দিল্লি
|
৯৪২৪৬
|
গোয়া
|
৬০৯৮১
|
গুজরাট
|
৩৯৯৭৩১৪৬
|
হরিয়ানা
|
১৩০৭৭১৯০
|
হিমাচল প্রদেশ
|
৬৭৪৯৯৮৩
|
জম্মু ও কাশ্মীর
|
৭৬৬৭৭০৭
|
ঝাড়খণ্ড
|
১১৮৫৭৪১৫
|
কর্ণাটক
|
৩৫০৯০৪৯৫
|
কেরল
|
২৪৬৫৩১৪৭
|
লাদাখ
|
৯৭৬৪০
|
লাক্ষাদ্বীপ
|
৬২১১
|
মধ্যপ্রদেশ
|
৪৯৭৫৫৯০৬
|
মহারাষ্ট্র
|
৬৯৪৭৩৯৪৬
|
মণিপুর
|
১৯৪৩৮৩৪
|
মেঘালয়
|
৯৪৪৩০২
|
মিজোরাম
|
৭৩১১৮২
|
নাগাল্যান্ড
|
১২৭৩৯৪১
|
ওড়িশা
|
২০৪০৯৭৩২
|
পণ্ডীচেরি
|
৭৬৮৬১
|
পাঞ্জাব
|
১৫১৫২১৩৮
|
রাজস্থান
|
৪৫৫০৩৭৪০
|
সিকিম
|
৪৪৮৩৫
|
তামিলনাড়ু
|
২৯৫৪৯৪৮৯
|
তেলেঙ্গানা
|
২৭৩০২০২৬
|
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
|
৫৭৭০৫
|
ত্রিপুরা
|
১৫৮২৩২১
|
উত্তরপ্রদেশ
|
১৬৩৫৭৬৭৭০
|
উত্তরাখণ্ড
|
৬০২০০১২
|
পশ্চিমবঙ্গ
|
১৪০৭৯৬০
|
মোট
|
৬৮,৭৬,৩২,১০৪
|
লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।
CG/BD/DM/
(Release ID: 1739694)
Visitor Counter : 169