জাহাজচলাচলমন্ত্রক

ভারতীয় বন্দর বিল ২০২১ –এর খসড়া

प्रविष्टि तिथि: 26 JUL 2021 3:25PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৬ জুলাই, ২০২১

 

ভারতীয় বন্দর বিল ২০২০ খসড়া বিষয়ে রাজ্য সরকার, রাজ্য উপকূল পর্ষদ, প্রধান বন্দর সমূহ, সাধারণ মানুষ ইত্যাদি সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে মতামত চাওয়া হয়। এই মতামত ও পরামর্শগুলি বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক যথাযথ বিবেচনা ও পরীক্ষা করে দেখার পর ভারতীয় বন্দর বিল ২০২১ –এ অন্তর্ভুক্ত করেছে। 

এখন ভারতীয় বন্দর বিল ২০২১–এর বিষয়ে সমস্ত পক্ষের মতামত চাওয়া হয়েছে। গত ২৪ জুন রাজ্য উপকূল উন্নয়ন পর্ষদের বৈঠকে এই বিলের বিষয়ে আলোচনা হয়। রাজ্য সরকারগুলির মতামতের জন্য অপেক্ষা করা হচ্ছে। এই প্রস্তাবিত আইনটি এখনও আলোচনা পর্যায়ে রয়েছে।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর। 

 

CG/SS/SKD/


(रिलीज़ आईडी: 1739220) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Punjabi