মানবসম্পদবিকাশমন্ত্রক

তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষা দানের বিষয়ে উৎসাহ দিতে সরকারের গৃহীত পদক্ষেপ

Posted On: 22 JUL 2021 2:48PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২২ জুলাই, ২০২১

 

আত্মনির্ভর ভারতের অঙ্গ হিসেবে গত বছর ১৭ মে 'পিএম ইবিদ্যা' নামে একটি উদ্যোগ নেওয়া হয়। এটি ডিজিটাল/ অনলাইন/ অন এয়ার শিক্ষা দানের সঙ্গে যুক্ত। এক দেশ এক ডিজিটাল প্ল্যাটফর্মের অঙ্গ হিসেবে দেশে ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলতে 'দীক্ষা' কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যালয় শিক্ষায় 'গুণমান সম্পন্ন ই-বিষয়বস্তু' পঠন-পাঠনের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের জন্য স্বয়ম প্রভা টিভি চ্যানেলের সূচনা করা হয়েছে। রেডিও, কমিউনিটি রেডিও এবং সিবিএসই পডকাস্ট -'শিক্ষা বানী'-র সম্প্রচার বৃদ্ধির করা হয়েছে। এছাড়াও স্বয়ম কর্মসূচির আওতায় শিক্ষা মন্ত্রক একাধিক ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় ডিজিটাল পাঠাগার, ভার্চুয়াল ল্যাবের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ছাত্র-ছাত্রীদের নিরাপদ এবং সুরক্ষিতভাবে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার বিষয়ে পাঠ দিতে 'সাইবার সিকিউরিটি হ্যান্ড বুক' নামে একটি বইও প্রকাশ করেছে। এমনকি সমন্বিতভাবে শিক্ষক, শিক্ষিকাদের প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যালয় শিক্ষার গুণগত মানোন্নয়নে 'নিষ্ঠা' নামে আরেক কর্মসূচি চালু করা হয়েছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান। 

 

CG/SS/SKD/


(Release ID: 1737934) Visitor Counter : 197


Read this release in: English , Urdu , Punjabi , Telugu