যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

এসএআই দেশজুড়ে খেলাধুলার বিষয়ে উৎসাহজনক প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য ২৩টি জাতীয় উৎকর্ষতা কেন্দ্র এবং ৬৭ প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে : শ্রী অনুরাগ ঠাকুর

Posted On: 22 JUL 2021 4:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ জুলাই, ২০২১ 

 

এসএআই খেলাধুলার বিষয়ে উৎসাহ যোগাতে ১৮৯টি কেন্দ্রের সম্প্রসারণ করেছে । এই কেন্দ্রগুলিতে ৫৫৭৯ জন যুবক এবং ৩৪৪৬ জন যুবতী মিলিয়ে মোট ৯,০২৫ জন ক্রীড়াবিদ প্রশিক্ষণ নিচ্ছেন । খেলো ইন্ডিয়া প্রকল্পের আওতায় মোট ২,৯৬৭ জন খেলো ইন্ডিয়া অ্যাথলেটকে নির্বাচিত করা হয়েছে । 'টিওপিএস' প্রকল্পের আওতায় ১৪৭ জন ক্রীড়াবিদ  এবং দুটি হকি দল নির্বাচিত হয়েছে । খেলাধুলা যেহেতু রাজ্যের বিষয়, তাই প্রাথমিকভাবে এক্ষেত্রে উৎসাহদানের দায়িত্ব রাজ্য সরকারের । তরুণ ক্রীড়াবিদরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় নিজেদের সেরা দক্ষতা তুলে ধরতে পারেন, তার জন্য দেখাশোনা করার দায়িত্ব রাজ্য সরকারের । কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এবং জাতীয় ক্রীড়া সংস্থাগুলিকে যথাযথ সাহায্য দিয়ে থাকে । 

যুব ও ক্রীড়া মন্ত্রকের আওতাধীন স্বশাসিত সংস্থা হল স্পোর্টস্ অথরিটি অফ ইন্ডিয়া(এসএআই) । এই সংস্থা প্রতিভাবান ক্রীড়াবিদদের চিহ্নিতকরণ এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা যাতে সেরা দক্ষতা তুলে ধরতে পারেন তারজন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে । দেশজুড়ে খেলাধুলার বিষয়ে উৎসাহ যোগাতে ২৩টি জাতীয় উৎকর্ষতা কেন্দ্র এবং ৬৭টি এসএআই-এর প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে । এই কেন্দ্রে মোট ৯,০২৫ জন ক্রীড়াবিদ প্রশিক্ষণ নিয়ে থাকেন । 'টার্গেট অলিম্পিক পোর্ডিয়াম স্কিম'(টিওপিএস)-এর আওতায় কেন্দ্রীয় সরকার অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমসের প্রস্তুতিতে দেশের শীর্ষ স্থানীয় ক্রীড়াবিদদের সহায়তা দিয়ে চলেছে । বর্তমানে এই প্রকল্পের আওতায় পুরুষ ও মহিলা হকি দল এবং ১৪৭ জন ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন । 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর । 

 

CG/SS/RAB



(Release ID: 1737929) Visitor Counter : 213