পরমাণুশক্তিদপ্তর

সরকার বর্তমান অর্থ বছরের পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করছে

प्रविष्टि तिथि: 22 JUL 2021 4:21PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২২  জুলাই, ২০২১

 

        সরকার বর্তমান অর্থ বছরের পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করছে। বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জন-অভিযোগ, পেনশন, আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জীতেন্দ্র সিং আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন।  

        ২০২১-২২ অর্থবর্ষে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৪,১৮,২১০ লক্ষ ইউনিট। এর মধ্যে চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল ১,০১,৬৪০ লক্ষ ইউনিট। কিন্তু এই সময়কালে ১,১২,৫৬০ লক্ষ ইউনিট পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন হয়েছে।  

        পারমাণবিক শক্তি মন্ত্রকের সঙ্গে বার্ষিক সমঝোতাপত্র অনুযায়ী নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পারমাণবিক বিদ্যুতের লক্ষ্যমাত্রা ধার্য করে। প্রতি বছর অর্থবর্ষ শুরুর আগে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

 

CG/CB /NS


(रिलीज़ आईडी: 1737927) आगंतुक पटल : 131
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Punjabi , Tamil