পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

সিএনজি/পিএনজি ব্যবহার বাড়াতে একাধিক সিদ্ধান্ত গৃহীত

Posted On: 19 JUL 2021 3:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ জুলাই, ২০২১ 

 

সিএনজি এবং পিএনজি ব্যবহার বৃদ্ধি করতে সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছে । ডেভলপমেন্ট অফ সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন(সিজিডি) নেটওয়ার্ক পাইপড ন্যাচারাল গ্যাস(পিএনজি) হিসেবে প্রাকৃতিক গ্যাস বাড়ি এবং শিল্পের জন্য সরবরাহে সাহায্য করে এবং পরিবহনে ব্যবহারের জন্য কম্প্রেসড ন্যাচারাল গ্যাস(সিএনজি) দেয় ।  পিএনজিআরবি ২০০৬ আইন অনুযায়ী ভৌগোলিক এলাকায় সিজিডি নেটওয়ার্ক স্থাপনের জন্য পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড  (পিএনজিআরবি) অনুমোদন দেয়। ভৌগোলিক এলাকা চিহ্নিত করে প্রাকৃতিক গ্যাস পাইপ লাইনের সংযোগ এবং প্রাকৃতিক গ্যাস প্রাপ্যতা বৃদ্ধি করতে পিএনজিআরবি সিডিজি নেটওয়ার্ক বাড়ানোর জন্য অনুমোদন দেয়  । বিহার, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র সহ ২৭টি রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চলে ৪০৭টি জেলার ২৩২টি ভৌগোলিক অঞ্চলকে অনুমতি দেওয়া হয়েছে সিজিডি নেটওয়ার্ক স্থাপন করতে । পিএনজিআরবি ওয়েবসাইটে জনগণের জন্য  ৪-৪-২০২০তে নোটিশ দেওয়া হয়েছে । শীঘ্রই একাদশ সিজিডি বিডিং-এর মাধ্যমে  সম্ভাব্য ৪৪টি চিহ্নিত ভৌগোলিক এলাকায় কাজ হবে ।  বিহার, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের শহরগুলি এর মধ্যে রয়েছে ।   

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ‘গাইডলাইন্স ফর সেল অফ বায়োডিজেল ফর ব্লেন্ডিং উইথ হাইস্পীড ডিজেল ফর ট্রান্সপোর্টেশন পারপাসেস -২০১৯’ প্রকাশ করেছে। ৩০-৪-২০১৯-এর বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অবৈধ বায়োডিজেল সরবরাহকারীদের প্রবেশ এড়াতে বায়োডিজেল উৎপাদক, সরবরাহকারী এবং বিক্রেতাদের জন্য একটি যথাযথ নথিভুক্তীকরণ ব্যবস্থা চালু হবে  ।    

পিএনজিআরবি গ্রীণ গ্যাস লিমিটেডকে ১৫-৩-২০১৬-য় লক্ষ্ণৌ ভৌগোলিক এলাকায় সিজিডি নেটওয়ার্ক স্থাপনের অনুমোদন দিয়েছে । এছাড়া টরেন্ট গ্যাস প্রাইভেট লিমিটেডকে  দশম সিজিডি বিডিং রাউন্ডে পিএনজিআরবি গণ্ডা এবং বরাবাকি জেলা ভৌগোলিক এলাকায় সিজিডি নেটওয়ার্ক স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে । বিহারের গোপালগঞ্জ এবং দ্বারভাঙ্গা জেলা, মহারাষ্ট্রের নান্দেদ, হিঙ্গোলী এবং জাবতমল জেলায় সিজিডি নেটওয়ার্ক স্থাপনে এখনও কাউকে অনুমোদন দেয়নি পিএনজিআরবি । তবে, গোপালগঞ্জ, দ্বারভাঙ্গা এবং হিঙ্গোলী জেলাকে প্রস্তাবিত একাদশ সিজিডি বিডিং রাউন্ডে সম্ভাব্য ভৌগোলিক এলাকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । মহারাষ্ট্রের নান্দেদ এবং জাবতমল জেলাকে ভবিষ্যতে বিডিং রাউন্ডে সিজিডি নেটওয়ার্ক স্থাপনের জন্য অন্তর্ভুক্ত করা হবে । এটি নির্ভর করছে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনের প্রাপ্যতা এবং প্রযুক্তিগত বাণিজ্যিক সম্ভাব্যতার ওপর ।  

লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি ।

 

CG/AP/RAB



(Release ID: 1737196) Visitor Counter : 134