প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় নৌবাহিনী প্রথম দফায় দুটি এমএইচ-৬০ আর মাল্টি রোল হেলিকপ্টার হাতে পেয়েছে

Posted On: 17 JUL 2021 11:18AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭  জুলাই, ২০২১

 

    শুক্রবার (১৬ জুলাই) সান দিয়াগোয় নর্থ আইল্যান্ডে নৌ বিমান ঘাঁটিতে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন নৌ বাহিনীর কাছ থেকে ভারতীয় নৌ বাহিনী প্রথম দফায় দুটি এমএইচ-৬০ আর মাল্টি রোল হেলিকপ্টার হাতে পেয়েছে।ভারতীয় নৌ বাহিনীর পক্ষে আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজীৎ সিং সন্ধু আনুষ্ঠানিকভাবে মার্কিন নৌ বাহিনীর কাছ থেকে এই হেলিকপ্টারগুলি গ্রহণ করেন । অনুষ্ঠানে হেলিকপ্টারে তথ্য বিনিময়ের সময়  উপস্থিত ছিলেন মার্কিন নৌ বাহিনীর ন্যাভাল এয়ারফোর্সের কমান্ডার ভাইস অ্যাডমিরাল কেনেথ হোয়াইটসেল এবং ভারতীয় নৌ বাহিনীর ডেপুটি চিফ অফ ন্যাভাল স্টাফ (ডিসিএনসি) ভাইস অ্যাডমিরাল রভনিত সিং। 

    আমেরিকার লকহিড মার্টিন কর্পোরেশন এই এনএইচ-৬০ আর হেলিকপ্টার তৈরি করেছে। অ্যাভায়োনিক্স/সেন্সর যুক্ত অত্যাধুনিক  প্রযুক্তিতে তৈরি এই হেলিকপ্টারগুলি যেকোন আবহাওয়ায় একাধিক অভিযানে সক্ষম। মার্কিন সরকারের কাছ থেকে এ ধরণের ২৪টি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই হেলিকপ্টারগুলিতে একাধিক ভারতীয় অনন্য সরঞ্জাম এবং অস্ত্র যুক্ত করা হবে। এমআরএইচ শ্রেণীভুক্ত এই ধরণের হেলিকপ্টারগুলি ভারতীয় নৌ বাহিনীতে যুক্ত হওয়ায় নৌ বাহিনীর ক্ষমতা আরও বাড়িতে তুলবে। প্রথম দফায় পাওয়া এই হেলিকপ্টারগুলি চালনার জন্য বর্তমানে একটি ভারতীয় দল আমেরিকায় প্রশিক্ষণ নিচ্ছে।

 

CG/SS/NS


(Release ID: 1736391) Visitor Counter : 292