ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

ভুটান, সংযুক্ত আরব আমিরশাহী ও মেক্সিকোতে কেভিআইসি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন পেয়েছে; “খাদী” ব্র্যান্ডের সুরক্ষার জন্য ৪০টি দেশে আবেদন জমা দেওয়া হয়েছে

Posted On: 10 JUL 2021 3:57PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ই জুলাই, ২০২১

 

ভুটান, সংযুক্ত আরব আমিরশাহী এবং মেক্সিকো – এই তিনটি দেশে খাদী ও গ্রামোদ্যোগ কমিশন (কেভিআইসি) ট্রেডমার্কের রেজিস্ট্রেশন পেয়েছে। “খাদী ব্র্যান্ডের বিশ্বজুড়ে পরিচিতি তৈরি করার জন্য যা একটি বড় পদক্ষেপ। কেভিআইসি –র ট্রেডমার্ক নিবন্ধীকরণের জন্য এই তিনটি দেশ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, শ্রীলঙ্কা, জাপান, ইটালি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ব্রাজিল সহ ৪০টি দেশে আবেদন করা হয়েছে।

ভুটানে কেভিআইসি তার ট্রেডমার্কের নিবন্ধীকরণ করেছে ৯ই জুলাই। সংযুক্ত আরব আমিরশাহীতে ২৮শে জুন ট্রেডমার্কের স্বীকৃতি পাওয়া গেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে এই প্রথম কোনো দেশে নিবন্ধীকরণ হল। এর আগে গত ডিসেম্বরে মেক্সিকোতে কেভিআইসি তার ট্রেডমার্ক “খাদী”–র নিবন্ধীকরণ করেছে।

এপর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ছাড়া জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়া, রাশিয়া ও চীনে কেভিআইসি –র খাদী ট্রেডমার্ক রয়েছে। খাদীর সুতো, তৈরি পোষাক এবং খাদীর সাবান, প্রসাধনী সামগ্রী, ধূপকাঠির মতো গ্রামোদ্যোগের বিভিন্ন পণ্য সামগ্রী সংশ্লিষ্ট দেশগুলিতে কেভিআইসি –র ব্র্যান্ডে  বেচাকেনা করা যাবে। কেভিআইসি ইতিহাসে এই প্রথমবার ট্রেডমার্ক নিবন্ধীকরণের জন্য সরকার, নিরবিচ্ছিন্ন উদ্যোগ নিয়েছে। মহাত্মা গান্ধীর ব্র্যান্ড খাদির স্বার্থ এর মাধ্যমে সুরক্ষিত হবে।  

কেভিআইসি –র চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাকসেনা জানিয়েছেন, খাদী ব্র্যান্ড নিবন্ধীকরণের ফলে বিশ্বজুড়ে এর অপব্যবহার বন্ধ হবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, খাদির পণ্য সামগ্রী ব্যবহার করার আবেদন জানানোর পর বিশ্বজুড়ে এর পরিচিতি বেড়েছে। একারণে কেভিআইসির জন্য খাদি পরিচয়, সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। এর মাধ্যমে  উপভোক্তাদের স্বার্থ যেমন সুরক্ষিত হবে, লক্ষ লক্ষ খাদী শিল্পীও  লাভবান হবেন – এঁরাই আসল খাদী সামগ্রীর উৎপাদক।  

খাদীর এই সাফল্যে গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। মেক্সিকো এবং জার্মানীতে কিছু বেসরকারী সংস্থা নিজ নিজ দেশে খাদী ব্র্যান্ডটি নিবন্ধীকরণের চেষ্টা চালিয়েছিল। মেক্সিকোতে খাদীর লোগো নিজেদের নামে করার জন্য “ওয়ান ফাউন্ডেশন ওকসাকা এসি আবেদন জানায়। কিন্তু খাদী সেই আবেদনের চ্যালেঞ্জ করে। তবে, সংশ্লিষ্ট সংস্থাটি খাদির আপত্তিতে আর কোনো বাধা দেয় নি এবং কেভিআইসি খাদীর লোগো নিজেদের নামে মেক্সিকোতে নথিভুক্ত করতে পেরেছে। একইভাবে জার্মানীতে ২০১১ সালে বেস্ট ন্যাচারাল প্রোডাক্টস জিএমবিএইচ (বিএনপি) খাদী নামটি ব্যবহারের অনুমতি পেয়েছিল। এই সংস্থা জার্মানী ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে খাদী ব্র্যান্ড ব্যবহারের অনুমতি পেয়েছিল। দীর্ঘ আইনী লড়াই এবং আলোচনার পর বিদেশ মন্ত্রকের সহযোগিতায় কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে কেভিআইসি, বিএনপিকে এই ট্রেডমার্ক ব্যবহার থেকে বিরত করার সাফল্য অর্জন করেছে। 

 

CG/CB/SFS



(Release ID: 1734516) Visitor Counter : 231