তথ্যওসম্প্রচারমন্ত্রক

নাসিকের যে কমিউনিটি রেডিও স্টেশন স্মার্ট ফোন ছাড়া ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে সাহায্য করেছিল সেই কেন্দ্রটি জাতীয় পুরস্কার পেয়েছে

Posted On: 02 JUL 2021 10:54AM by PIB Kolkata

মুম্বাই, ২  জুলাই, ২০২১

 

নাসিকের কমিউনিটি বেতার কেন্দ্র রেডিও বিশ্বাস তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অষ্টম জাতীয় কমিউনিটি বেতার পুরস্কারের দুটি বিভাগের পুরস্কার পেয়েছে। রেডিও বিশ্বাস ৯০.৮ সাসটেইনেবিলিটি মডেল অ্যাওয়ার্ড বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে এবং কোভিডের সময় সকলের জন্য শিক্ষা উদ্যোগের জন্য থেমাটিক অ্যাওয়ার্ড বিভাগে দ্বিতীয় পুরস্কার পেয়েছে।

নাসিকের বিশ্বাস ধ্যান প্রবোধিনী ও গবেষণা প্রতিষ্ঠান এই বেতার কেন্দ্রটি পরিচালনা করে। দিনে দৈনিক ১৪ ঘণ্টা এখানে থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। 

সকলের জন্য শিক্ষা- ‘শিক্ষণ সর্বসাথী’

রেডিও বিশ্বাস কমিউনিটি রেডিও স্টেশনের কোভিড-১৯ মহামারীর সংকটের সময় এই উদ্যোগের ফলে তৃতীয় থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিনামূল্য শিক্ষা পেয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা জেলা পরিষদ এবং নাসিক পুরসভার স্কুলে পড়াশোনা করে তারা এই অনুষ্ঠানের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। হিন্দি, ইংরাজি, মারাঠি এবং সংস্কৃত ভাষায় এখানে অনুষ্ঠান সম্প্রচারিত হয়।  

পিআইবি-র সঙ্গে কথা প্রসঙ্গে কেন্দ্রের নির্দেশক ডাঃ হরি বিনায়ক কুলকার্নি জানান, এই অনুষ্ঠানগুলি সম্প্রচারের ফলে শ্রোতাদের মধ্যে যথেষ্ট ইতিবাচক সারা পাওয়া গেছে। যে সমস্ত ছাত্রছাত্রী দারিদ্রের কারণে স্মার্ট ফোন কিনতে পারেনা তাদের জন্যই এই শিক্ষামূলক  অনুষ্ঠান তৈরি করা হয়েছে। দেড়শো জন শিক্ষক-শিক্ষিকা বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। ডাঃ কুলকার্নি আরও জানান ছাত্রছাত্রীদের সুবিধার জন্য নাসিকের ইগতপুরিতে ৪৫১টি ইউএসবি, ব্লুটুথ, উন্নত মানের হেডফোন বিতরণ করা হয়েছে। এই কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানের কথা উল্লেখ করে ডাঃ কুলকার্নি জানিয়েছেন কমিউনিটি রেডিও স্টেশনগুলি বিভিন্ন স্থানীয় বিষয় নিয়ে কথা বলে। বেতার কেন্দ্রের ১০-১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এই অনুষ্ঠান শুনতে পাওয়া যায়।

কমিউনিটি রেডিও স্টেশনগুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা গড়ে তুলতে ২০১১-১২ সালে এই পুরস্কার চালু করা হয়। বর্তমানে দেশজুড়ে ৩২৭টি কমিউনিটি রেডিও স্টেশন অনুষ্ঠান প্রচার করছে। কোভিড মহামারীর সময়ও এই ধরণের বেতার কেন্দ্র মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

 

CG/CB/NS



(Release ID: 1732272) Visitor Counter : 197