প্রতিরক্ষামন্ত্রক
উপ-সেনা প্রধান নর্দান কমান্ডে সীমান্ত লাগোয়া অগ্রবর্তী এলাকাগুলি ঘুরে দেখেছেন
Posted On:
01 JUL 2021 5:15PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ জুলাই, ২০২১
উপ-সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল সি পি মহান্তি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে নর্দান কমান্ডের এক্তিয়ারে থাকা কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে সীমান্ত লাগোয়া অগ্রবর্তী এলাকাগুলি ঘুরে দেখতে তিন দিনের সফরে সেখানে রয়েছেন। সফরকালে উপ সেনা প্রধানকে ইউনিট কমান্ডাররা অভিযান পরিচালনার প্রস্তুতি, প্রযুক্তির প্রয়োগ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী, অসামরিক প্রশাসন ও স্থানীয় মানুষের সঙ্গে সমন্বয় বজায় রাখার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। সেনা জওয়ানদের সঙ্গে কথা বলার সময় উপ-সেনা প্রধান নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় যে কোনো ধরণের অসাধু কাজকর্মে নিয়ন্ত্রণে সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেন। অভ্যন্তরীণ এলাকাগুলিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযান পরিচালনার সময় সামঞ্জস্য বজায় রাখার নির্দেশ দেন তিনি। বর্তমান কোভিড-১৯ মহামারী সত্ত্বেও যে কোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বাহিনীর ভূমিকা প্রশংসা করেন। কোভিড-১৯ মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় প্রয়াসগুলিতে ভারতীয় সেনাবাহিনীর অঙ্গিকারের কথাও তিনি পুনরায় উল্লেখ করেন।
সফরের শেষ পর্যায়ে উপ-সেনা প্রধান নর্দান কমান্ডের সদর দফতর উধমপুরে যান। সেখানে তাকে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর এবং লে-তে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি এবং রণকৌশল সম্পর্কে অবহিত করা হয়। এই অঞ্চলে শান্তি ও উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনায় উপ-সেনা প্রধান বাহিনীর আধিকারিক সহ জওয়ানদের এক স্থিতিশীল ও নিরাপদ বাতাবরণ গড়ে তোলার প্রয়াসের প্রশংসা করেন।
CG/BD/SKD/
(Release ID: 1732093)
Visitor Counter : 203