প্রতিরক্ষামন্ত্রক

এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী পিভিএসএম, এভিএসএম, ভিএম বিমান বাহিনীর উপপ্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন

प्रविष्टि तिथि: 01 JUL 2021 5:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ জুলাই,২০২১

 

এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী, পিভিএসএম, এভিএসএম, ভিএম আজ বিমানবাহিনীর উপ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর একজন ফাইটার পাইলট হিসাবে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হয়েছিলেন। প্রায় ৩৯ বছর ধরে তিনি দায়িত্ব পালন করে আসছেন। এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরীর ৩৮০০ ঘণ্টারও বেশি সময় বিভিন্ন ধরনের ফাইটার এবং প্রশিক্ষণ বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। এরমধ্যে, অপারেশন মেঘদুত এবং অপারেশন সফেদ সাগর অভিযান উল্লেখযোগ্য। তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের প্রাক্তনী।

ভারতীয় বিমান বাহিনীতে এয়ার অফিসার হিসাবে তাঁর দুটি যুদ্ধবিমানকে কমান্ড করার অভিজ্ঞতা রয়েছে। একজন এয়ার ভাইস মার্শাল হিসেবে তিনি এয়ার ফোর্স একাডেমির ডেপুটি কমান্ডার, চিফ অফ এয়ার স্টাফ অপারেশনসের সহকারি প্রধান এবং বিমানবাহিনীর পার্সোনেল অফিসার্স বিভাগের সহকারি প্রধান হিসাবে তার দায়িত্ব পালন করেন। ভারতীয় বিমানবাহিনীর উপ প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ ছিলেন।

এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী ভারতীয় বিমানবাহিনীর উপপ্রধান হিসেবে এইচ এস অরোরার স্থলাভিষিক্ত হলেন। এয়ার মার্শাল এইচ এস অরোরা' তাঁর ৩৯ বছরের কর্ম জীবন শেষ করে ৩০ জুন ২০২১ অবসর গ্রহণ করেছেন।

নতুন উপপ্রধানকে আজ বিমান বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1732075) आगंतुक पटल : 284
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil