ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
‘খাদি’ ব্র্যান্ড নামটি অবৈধভাবে ব্যবহার করায় দিল্লি ভিত্তিক এক বাণিজ্যিক সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন
Posted On:
01 JUL 2021 2:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ জুলাই, ২০২১
রাষ্ট্রসঙ্ঘের এক বিশেষ সংস্থা হল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডাব্লুআইপিও)। এই সংস্থা বিশ্বে যে কোনো সংস্থার ব্র্যান্ড নাম সুরক্ষিত রাখার কাজ করে থাকে। বেশ কিছুদিন ধরে দিল্লি ভিত্তিক এক বাণিজ্যিক সংস্থা খাদি নামটি অবৈধভাবে ব্যবহার করছে। এমনকি তাদের ওয়েবসাইটেও www.urbankhadi.com ব্যবহার করছে বলে খাদি ও গ্রামীণ শিল্পোদ্যোগ কমিশন ডাব্লুআইপিও-তে অভিযোগ জানায়। ডাব্লুআইপিও-র সালিশি ও মধ্যস্থতাকারী কেন্দ্রের প্রশাসনিক প্যানেল এক রায়ে জানিয়ে যে হর্ষ গাবা-এর মালিকাধীন বাণিজ্যিক সংস্থা ‘ওম সফট সলিউশন’ খাদির ব্যবসায়িক সুনামকে কাজে লাগিয়ে অবৈধভাবে সুবিধা অর্জনের চেষ্টা করছে এবং খারাপ উদ্দেশ্য নিয়ে তাদের ওয়েবসাইটে খাদির নামটি ব্যবহার করছে। বেশ কিছুদিন আগে খাদি ও গ্রামীণ শিল্পোদ্যোগ কমিশনের নজরে আসে এই বিষয়টি। তারা ডাব্লুআইপিও-এর দ্বারস্থ হয় এবং ‘ওম সফট সলিউশন’-এর বিরুদ্ধে অবৈধভাবে খাদি নাম ব্যবহার করার অভিযোগ জানায়। এর পরে ডাব্লুআইপিও-র এই প্যানেল এক নির্দেশিকায় জানিয়েছে, হর্ষ গাবার এই বাণিজ্যিক সংস্থা খাদি ব্র্যান্ডটি অপব্যবহার করে অন্যায়ভাবে লাভ করার চেষ্টা চালাচ্ছে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। খাদির সঙ্গে এই সংস্থার কোনো সম্পর্ক নেই। এই প্যানেল ‘ওম সফট সলিউশন’-এর যুক্তি খারিজ করে দিয়েছে। প্যানেল স্পষ্ট জানিয়েছে, খাদির সঙ্গে যোগাযোগ না করে কেউ খাদি নামের শব্দটি ব্যবহার করতে পারবে না।
খাদি ও গ্রামীণ শিল্পোদ্যোগ কমিশনের চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাক্সেনা জানিয়েছেন, ডাব্লুআইপিও-এর নির্দেশ কেবল ভারতেই নয়, বিশ্বব্যাপী ব্র্যান্ড নাম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এক দৃষ্টান্তমূলক নজির সৃষ্টি করেছে। তিনি বলেন, খাদির পরিচয় বিশ্বব্যাপী। তাই খাদি ব্র্যান্ড নামটির অপব্যবহার রুখতে এবং সুনাম বজায় রাখতে খাদি ও গ্রামীণ শিল্পোদ্যোগ কমিশন সর্বদা প্রয়াস চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৪ঠা জুন দিল্লি হাইকোর্ট গাজিয়াবাদ ভিত্তিক এক ব্যবসায়িক সংস্থাকে অবৈধভাবে খাদি প্রাকৃতিক রং উৎপাদন ও বিক্রির জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। খাদি ও গ্রামীণ শিল্পোদ্যোগ কমিশন গত কয়েক বছরে এই ধরণের খাদি নাম অবৈধভাবে ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
CG/SS/SKD/
(Release ID: 1732073)
Visitor Counter : 233