বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

ধাতু-বায়ুর সাহায্যে তৈরি ব্যাটারির জন্য এআরসিআই স্বল্প মূল্যের অনুঘটক উদ্ভাবন করেছে

प्रविष्टि तिथि: 24 JUN 2021 4:15PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ২৪  জুন, ২০২১


    ধাতু-বায়ু দিয়ে তৈরি ব্যাটারির কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য একটি নতুন দ্বিমুখী বৈদ্যুতিক অনুঘটক উদ্ভাবন করা হয়েছে। কম দামি ধাতুর সাহায্যে এই দ্বিমুখী অনুঘটকটি তৈরি করা সম্ভব হয়েছে। এর ফলে ব্যাটারির দাম কম হবে।

    সারা পৃথিবী জুড়ে শক্তির উৎসের চাহিদা ক্রমশ বাড়ছে। লিথিয়াম-আয়ন ব্যাটারি, সীসা-অ্যাসিড ব্যাটারি, রেডক্স ফ্লো ব্যাটারি, লিথিয়াম-বায়ু ব্যাটারি, দস্তা-বায়ু ব্যাটারি, সোডিয়াম-বায়ু ব্যাটারির মতো বিভিন্ন জ্বালানীর উৎস উদ্ভাবন করা হয়েছে। এরমধ্যে দস্তা-বায়ু ব্যাটারি যথেষ্ট উৎসাহের সৃষ্টি করেছে। কারণ এই ব্যাটারি তৈরিতে বেশি অর্থ ব্যয় হয়না এবং এটি যথেষ্ট বেশি বিদ্যুৎ উৎপাদন করে। এই ধরণের ব্যাটারি সহজে বহনযোগ্য হওয়ায় বৈদ্যুতিক যানবাহনে এটি ব্যবহার করা যায়। এছাড়াও বায়ুশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত টারবাইন, ফটোভোল্টিক প্যানেল সহ বিভিন্ন পুনর্নবীকরণযোগ্য জ্বালানীতেও এই ব্যাটারি ব্যবহার করা হয়। কিন্তু এই ধরণের ব্যাটারি তৈরিতে সবথেকে বড় সমস্যা হল প্রয়োজনীয় অনুঘটক খুঁজে পাওয়া। দ্বিমুখী অনুঘটকের মাধ্যমে এই ব্যাটারির কাজ চালানোর সময় অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় কিছু সমস্যা দেখা দেয়।

    কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্বশাসিত গবেষণা ও উন্নয়নমূলক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড রিসার্চ সেন্টার ফর পাউডার মেটালার্জি অ্যান্ড নিউ ম্যাটিরিয়াল্স একটি ব্যয় সাশ্রয়ী বৈদ্যুতিক অনুঘটক উদ্ভাবন করেছে যার সাহায্যে এ ধরণের ব্যাটারির কর্মদক্ষতা বৃদ্ধি পায়। সালফোনেটেড পলি ইথার ইথার কিটোন নামে একটি পলিমার জাতীয় যৌগ উদ্ভাবন করা হয়েছে যার সাহায্যে আয়ন আদান-প্রদান কৌশল অবলম্বন করে দস্তা-বায়ু ব্যাটারি আরও বেশি কার্যকর হয়। বিজ্ঞানীরা দেখেছেন প্রচলিত দস্তা-বায়ু ব্যাটারির থেকে নতুন অনুঘটক ব্যবহার করে তৈরি  ব্যাটারি ২০ শতাংশ বেশি কার্যকর।   


CG/CB/NS


(रिलीज़ आईडी: 1730161) आगंतुक पटल : 309
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Punjabi , Urdu , हिन्दी , Tamil