আদিবাসীবিষয়কমন্ত্রক

নিউ ইয়র্কে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘সোলস্টিক ফর টাইমস স্কোয়্যার ২০২১’ অনুষ্ঠানে আদিবাসীদের তৈরি সামগ্র্রী প্রদর্শিত হয়েছে

Posted On: 22 JUN 2021 4:31PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২২  জুন, ২০২১

 

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে নিউ ইয়র্কে ভারতীয় দূতাবাস টাইম্স স্কোয়্যারে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সারাদিন ব্যাপি এই অনুষ্ঠানে যোগাভ্যাসের পাশাপাশি স্বাস্থ্য, আর্য়ুবেদ এবং সুস্থ থাকার বিষয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। শহরের অন্যতম ব্যস্ত এই জায়গাটিতে প্রায় ৩ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

প্রদর্শনীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপাদন সহ বিভিন্ন আর্য়ুবেদিক সামগ্রী যে স্টলে প্রদর্শিত হচ্ছিল সেখানে মানুষের কৌতুহল ছিল সবথেকে বেশি। ট্রাইবস ইন্ডিয়া এই স্টলটিতে   আদিবাসীদের তৈরি বিভিন্ন সামগ্রী ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য নানা ধরণের মশলাপাতি, মধু, চ্যাবনপ্রাশ, আমলা, অশ্বগন্ধা পাউডার, হার্বাল টি ও কফি, হার্বাল সাবান, সুগন্ধযুক্ত বাঁশের মধ্যে থাকা মোমবাতি, বাজরা, চাল ছাড়াও যোগাসনের জন্য মাদুর এবং বাঁশি ছিল। ভারতীয় আদিবাসীদের তৈরি করা বিভিন্ন সামগ্রীর বিষয়ে উৎসাহি মানুষরা এই স্টলে নানা প্রশ্ন করেছেন।  

আদিবাসী শিল্পোদ্যোগীদের জাতীয় এবং আন্তর্জাতিক বাজারের সুযোগ করে দিতে এই উদ্যোগ নেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় জনজাতিগুলির উৎপাদিত বিভিন্ন সামগ্রী জনপ্রিয় করে তোলার জন্য ট্রাইবস ইন্ডিয়া, নিউ ইয়র্কে ভারতীয় দূতাবাসের সহায়তায় এই উদ্যোগ নেয়। এই আয়োজনের সাফল্যে ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক বাজারে আদিবাসীদের সামগ্রী প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছে।   

ট্রাইবস ইন্ডিয়ার উৎপাদিত সামগ্রীগুলিকে উপহার সামগ্রী হিসেবে তালিকাভুক্ত করার জন্য ভারতীয় দূতাবাস উদ্যোগী হয়েছে। ট্রাইবস ইন্ডিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কালচারাল অ্যান্ড ইনোভেশন সেন্টার যৌথভাবে আদিবাসীদের সামগ্রীকে জনপ্রিয় করে তুলবার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করেছে।  


CG/CB/NS


(Release ID: 1729540) Visitor Counter : 170