ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

খাদ্য ও গণবন্টন দপ্তর ২০১৫ সালের খাদ্য নিরাপত্তা আইনের সংশোধনীর ব্যাপারে বিজ্ঞপ্তি (আসিস্ট্যান্স টু স্টেট গভরমেন্ট রুলস) জারি করেছে

Posted On: 21 JUN 2021 3:58PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ২১ জুন, ২০২১

 

খাদ্য ও গণবন্টন দপ্তর ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী সুবিধাভোগীরা যাতে নির্ধারিত ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সঠিক পরিমাণে পান সেজন্য সেই সংক্রান্ত ২০১৫ সালের সংশোধিত আইনের বিজ্ঞপ্তিটি ১৮ই জুন জারি করেছে।         

যেসমস্ত রাজ্যে ডিলাররা  ‘বৈদ্যুতিন পয়েন্ট অফ সেল’  মেশিনটি যথাযথভাবে ব্যবহার করবে,  তাদের উৎসাহিত করার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যন্ত্রটি ব্যবহার করলে, খাদ্য শস্যের সাশ্রয় হবে। এছাড়াও ২০১৫ সালের খাদ্য সুরক্ষা সংক্রান্ত সংশোধনীতে  রাজ্য সরকারগুলিকে সাহায্য করার নিয়মাবলীর ৭ নম্বর ধারার ২ নম্বর উপধারা অনুযায়ী জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় সুবিধাভোগীদের নির্ধারিত ভর্তুকিযুক্ত খাদ্যশস্য দেওয়ার প্রক্রিয়াটিও এর ফলে স্বচ্ছভাবে করা যাবে । যারা এই যন্ত্র ব্যবহার করবে  তাদের জন্য নির্ধারিত হিসাবের অতিরিক্ত কুইন্টাল প্রতি  ১৭ টাকা দেওয়া হবে।   এর ফলে যেকোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল খাদ্যশস্য কেনা, সেটি বন্টনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনার রক্ষণাবেক্ষণের কাজে এই অর্থ ব্যয় করতে পারবে। এই প্রক্রিয়ায়  বৈদ্যুতিন ওজনের যন্ত্র ব্যবহার করা হবে এবং বিক্রি সংক্রান্ত সরঞ্জামের সঙ্গে যোগসূত্র বজায় রাখার কাজ যান্ত্রিকভাবে করা যাবে। রাজ্যগুলিকে বৈদ্যুতিন পয়েন্ট অফ সেলিং মেশিন (ইপিওএস) ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে।   

এই সংশোধনের ফলে নির্ধারিত সুবিধাভোগীদের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে যে পরিমাণ খাদ্যশস্য পাওয়ার কথা ছিল তারা সঠিক পরিমাণ খাদ্যশস্য  পাবেন। বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে খাদ্যশস্য বন্টন করার ফলে,  নির্দিষ্ট সুবিধাভোগীর জন্য যত খাদ্যশস্য নির্ধারিত আছে সেই ব্যক্তিই ততটাই খাদ্যশস্য পাবেন। এর জন্য বায়োমেট্রিক পদ্ধতির সাহায্য নেওয়া হবে। ইপিওএস-এর সঙ্গে বৈদ্যুতিন ওজন যন্ত্রের সংযুক্তিকরণের ফলে ন্যায্য মূল্যের দোকান থেকে ডিলাররা সুবিধাভোগীদের সঠিক পরিমাণে খাদ্যশস্য দেবেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে গণবন্টন ব্যবস্থাপনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ প্রয়োগের ফলে পুরো প্রক্রিয়াটিতে স্বচ্ছতা আসবে। এক্ষেত্রে লেনদেনের হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে। যার ফলে প্রকৃত সুবিধাভোগী জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের সুবিধা পাবেন। 

ন্যায্য মূল্যের দোকানগুলির ডিলাররা  বৈদ্যুতিন পয়েন্ট অফ সেলের সাহায্য লেনদেন করলে তাদের জন্য অতিরিক্ত সুবিধার ব্যবস্থা করতে ২০১৫র আগস্ট মাসে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইনে  রাজ্য সরকারগুলিকে সহায়তার নিয়মাবলী তৈরি করা হয়েছিল। এই নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ডিলার কুইন্টাল প্রতি অতিরিক্ত ১৭ টাকা পাবেন। এই অর্থ খাদ্যশস্য সংগ্রহ করা এবং বৈদ্যুতিন সরঞ্জামগুলি রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা যাবে। যেসব ন্যায্য মূল্যের দোকান পয়েন্ট অফ সেল যন্ত্রটি ব্যবহার করতে তাদেরকে এই অতিরিক্ত অর্থ দেওয়া হবে। এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তিটি দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন-

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/jun/doc202162111.pdf 

 

CG/CB/NS



(Release ID: 1729255) Visitor Counter : 179