বিদ্যুৎমন্ত্রক

কর দেওয়ার পরেও পাওয়ার গ্রিডের লভ্যাংশ ১২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে

Posted On: 18 JUN 2021 1:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ জুন, ২০২১

 

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীন পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ( পাওয়ার গ্রিড)  ২০২১ সালের মার্চ পর্যন্ত মোট ৪০ হাজার ৮২৪ কোটি টাকা মুনাফা করেছে। এরমধ্যে কর প্রদানের পর লাভের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৩৬ কোটি টাকা। ফলে ২০১৯-২০ অর্থ বছরের চেয়ে এই সংস্থার বৃদ্ধির পরিমাণ ৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯ শতাংশ। একক ভিত্তিতে সংস্থাটি গত অর্থবছরের তুলনায় যথাক্রমে ৬ ও ১০ শতাংশ বৃদ্ধি করেছে।

চতুর্থ ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ-২০২১ পর্যন্ত কর দেবার পর মোট আয় এবং মুনাফার পরিমান যথাক্রমে, ১০,৮১৬ এবং ৩,৫২৬ কোটি টাকা। একক ভিত্তিতে এর পরিমান যথাক্রমে, ১০,৭০৫ ও ৩,৫১৬ কোটি টাকা।

সংস্থাটি ২০২০-২১ অর্থবছরে মূলধনী ব্যয় হিসাবে মোট ১১,২৪৮ কোটি টাকা অর্জন করেছে এবং মূলধনী সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১,৪৬৭ কোটি টাকা। একীভূত ভিত্তিতে পাওয়ার গ্রিডের গ্রস ফিক্সড অ্যাসেটস ৩১ মার্চ,২০২১ পর্যন্ত হয়েছে ২,৪১,৪৯৮ কোটি টাকা। যা ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত ছিল ২,২৭,৫৪৩ কোটি টাকা।

অত্যাধুনিক রক্ষণাবেক্ষণ কৌশল, স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং ডিজিটাইজেশন ব্যবহার করে পাওয়ার গ্রিড ২০২০-২১ অর্থবছরে ৯৯.৭৬ শতাংশ ট্রান্সমিশন সিস্টেম অব্যাহত রেখেছে। 

এই প্রথম পাওয়ার গ্রিড তাদের শেয়ারহোল্ডারদের জন্য বোনাস শেয়ারের অনুপাত ১:৩ রেখেছে।

সংস্থাটি ফাইনাল ডিভিডেন্ট ৩০ শতাংশ রাখার প্রস্তাব করেছে। অর্থাৎ ১০ টাকায় তিন টাকা। তবে, মোট ডিভিডেন্ড শেয়ার পিছু ১২ টাকা রাখা হয়েছে।

এই বিদ্যুৎ সংস্থাটি ২০২০-২১ অর্থ বছরের ৫১৫.৮৪ কোটি টাকায় পাঁচটি ট্যারিফ বেসড কম্পিটিটিভ বিডিং-প্রকল্পে বিডার হিসাবে চিহ্নিত হয়েছে। 

২০২১ অর্থ বছরের শেষদিকে পাওয়ার গ্রিড এবং এর সহায়ক সংস্থা গুলির মোট সম্পদের পরিমাণ ছিল যথাক্রমে ৪ শতাংশ ও ৭ শতাংশ।

 

CG/ SB


(Release ID: 1728229) Visitor Counter : 144