বিদ্যুৎমন্ত্রক

পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন ২০২০-২১ অর্থবর্ষে এযাবৎ সর্বাধিক ৮৪৪৪ কোটি টাকা মুনাফা করেছে, বার্ষিক বৃদ্ধির হার প্রায় ৪৯ শতাংশ

Posted On: 15 JUN 2021 4:18PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৫ জুন, ২০২১

 

কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীন ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন ২০২০-২১ অর্থবর্ষে এযাবৎ সর্বাধিক ৮,৪৪৪ কোটি টাকা মুনাফা করেছে, যা বার্ষিক ভিত্তিতে ৪৯ শতাংশ বেশি। 

• কর মেটানোর পর এযাবৎ সর্বাধিক বার্ষিক মুনাফার পরিমাণ ৮,৪৪৪ কোটি টাকা।

• ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় কর মেটানোর পর মুনাফার পরিমাণ ৪৯ শতাংশ বেশি। 

• ২০১৯-২০ অর্থবর্ষে সুদ বাবদ আয়ের পরিমাণ ২৮ শতাংশ বেড়ে ১২ হাজার ৯৫১ কোটি টাকা হয়েছে। 

• সংস্থার শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ ২ টাকা ঘোষণা করে হয়। এরফলে, পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন ২০২০-২১ অর্থবর্ষে শেয়ার প্রতি ১০ টাকা লভ্যাংশ দিয়েছে। 

• মুনাফা বৃদ্ধির ফলে সংস্থাটির মোট আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৯৩ কোটি টাকা। 

• ২০২০-২১ অর্থবর্ষে অনুৎপাদক সম্পদের হার ২৫ শতাংশ কমে ২৩৮ বেসিস পয়েন্ট হয়েছে। বর্তমানে সংস্থার অনুৎপাদক সম্পদের হার ৫.৭০ শতাংশ। 

• ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় কর মেটানোর পর ক্রমপুঞ্জিত মুনাফার পরিমাণ ৬৬ শতাংশ বেড়েছে। 

• এমনকি, অনুৎপাদক সম্পদের ক্রমপুঞ্জিত হার ২০১৯-২০ অর্থবর্ষের ৩.৫৭ শতাংশ থেকে ২০২০-২১ অর্থবর্ষে কমে হয়েছে ১.৯১ শতাংশ।

আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় বিদ্যুৎ বন্টন সংস্থাগুলিকে (ডিসকম) নগদ যোগান :-

আত্মনির্ভার ভারত কর্মসূচির আওতায় কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ বন্টন সংস্থাগুলিকে নগদ যোগানের কথা ঘোষণা করে। সেই অনুসারে পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন ও তার সহযোগী সংস্থাগুলি এখনও পর্যন্ত বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির জন্য ১ লক্ষ ৩৪ হাজার ৭৮২ কোটি টাকা সাহায্য মঞ্জুর করেছে। এরমধ্যে, ৭৮ হাজার ৮৫৫ কোটি টাকা দেওয়া হয়েছে। পাওয়ার ফিন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডায়রেক্টর শ্রী আর এস ধিঁলো ২০২০-২১ অর্থবর্ষে সংস্থার কাজকর্মের প্রশংসা করেছেন। উল্লেখ করা যেতে পারে, সংস্থাটি ২০২০-২১ অর্থবর্ষে এযাবৎ সর্বাধিক আর্থিক মুনাফা করেছে, যা থেকে প্রতিকূল আর্থিক অবস্থা  সত্বেও সংস্থাটির বুনিয়াদি ভিত্তির প্রমাণ মেলে।

 

CG/BD/AS/



(Release ID: 1727291) Visitor Counter : 145