বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

গবেষকরা কুয়াশার মধ্যে প্রতিবিম্ব গঠনের উন্নত পন্থা উদ্ভাবন করেছেন

Posted On: 15 JUN 2021 1:10PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ১৫ জুন, ২০২১

 

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেও আরও ভালোভাবে বিভিন্ন বস্তুর  দেখা দেওয়ার বিষয়ে একদল গবেষক কাজ করছেন। তাঁরা আলোর উৎস থেকে আলোক তরঙ্গের বিন্যাসের পরিবর্তন ঘটিয়ে সেটিকে দর্শকের কাছে পূর্বের বিন্যাসে ফিরিয়ে আনার একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই পন্থায় প্রতিচ্ছবির মান উন্নত করার জন্য আলোক তরঙ্গের বিচ্ছুরণ ঘটিয়ে কম্পিউটার অ্যালগরিদমের সাহায্য নিয়েছেন।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বশাসিত সংস্থা বেঙ্গালুরুর রমন রিসার্চ ইন্সটিটিউট, আমেদাবাদের ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠনের স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার, গৌতম বুদ্ধ নগরের শিব নাদার বিশ্ববিদ্যালয়, রেনে বিশ্ববিদ্যালয়, প্যারিস-শাক্লে বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের সিএনআরএস-র গবেষকরা একসঙ্গে আলোর উৎসের সন্ধানে আলোক তরঙ্গের বিন্যাসকে পরিবর্তন ঘটিয়ে দর্শকের কাছে তা যাতে স্পষ্ট প্রতিচ্ছবি হিসেবে ধরা পরে তার জন্য আবারও সেই  পরিবর্তিত আলোক তরঙ্গের বিন্যাসের পরিবর্তন করেছেন। গবেষণার কাজে ১০টি লাল এলইডি বাতি আলোর উৎসের জায়গায় রাখা হয়েছিল। এরপর গবেষকরা এলইডি-র মাধ্যমে তরঙ্গের বিন্যাসের পরিবর্তন প্রতি সেকেন্ডে ১৫ সাইকেল্সের হারে পরিবর্তন করেন। গবেষকরা এলইডি বাতির দেড়শ মিটার দূরে একটি ক্যামেরা বসান। সেই ক্যামেরাতে তোলা ছবি কম্পিউটারে পাঠানো হয়। এরপর কম্পিউটার প্রয়োজনীয় পরিবর্তন ঘটিয়ে স্পষ্ট ছবি তুলে ধরে। বেঙ্গালুরুর রমন রিসার্চ ইন্সটিটিউটের গবেষক শ্রী বাপন দেবনাথ জানিয়েছেন ২১৬০X২১৬০ আকৃতির ছবির জন্য এই প্রযুক্তি ব্যবহার করে ২০ মিলি সেকেন্ডে সেটিকে ঠিক করা যায়। গবেষকরা দেখেছেন কুয়াশার তীব্রতা যখন পরিবর্তিত হয় সেই সময় ছবির গুণমান খুব একটা উন্নত হয়না। তাঁরা এলইডি বাতির থেকে ২০ সেন্টিমিটার দূরে একটি কার্ডবোর্ড রেখে পরীক্ষা-নিরীক্ষা চালান। এক্ষেত্রে ক্যামেরাটিকে ৭৫ মিটার দূরে বসানো হয়। এইভাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে কুয়াশার মধ্যে স্পষ্ট দেখার উন্নত প্রযুক্তি উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এরফলে বিমান ওঠা-নামার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে। এছাড়াও ট্রেন চলাচল, সড়ক পরিবহণ এবং জল পরিবহণেও কুয়াশার কারণে সৃষ্ট দৃশ্যমানতার সমস্যাটির সমাধান করা যাবে। গবেষকরা এখন স্থির উৎসের বদলে গতিশীল উৎসের ওপর এই প্রযুক্তি প্রয়োগ করে কি ফল পাওয়া যায় তা নিয়ে কাজ করছেন।  


CG/CB /NS



(Release ID: 1727286) Visitor Counter : 199