নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক

১২ হাজার মেগাওয়াটের সিপিএস ইউ ফেজ-টু সৌর বিদ্যুৎ প্রকল্প

ইরেডা- নিলাম ডাকের দিন বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করেছে

प्रविष्टि तिथि: 07 JUN 2021 3:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ জুন, ২০২১

 

নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রকের অধীন ভারতীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা লিমিটেড (ইরেডা) কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ১২ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য নীলাম ডাকের  দিন ১৫  জুন পর্যন্ত বাড়ানো  হয়েছে।

এর আগে নিলাম ডাকের দিন ৩০ মে পর্যন্ত ধার্য ছিল। এজন্য একটি ভায়াবলিটি গ্যাপ ফান্ডিং প্রস্তুত করা হবে, যেখানে দেশীয় এবং আমদানিকৃত সোলার সেল ও মডিউল গুলির আর্থিক পরিমান খতিয়ে দেখা হবে।

কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা সিপিএস ইউকে ১৫ জুন, ২০২১-এর মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়া সফল বিডারদের ২০ জুলাইয়ের মধ্যে নির্বাচন করতে হবে।

আগামী ২০২২ সালের মধ্যে ১০০  গিগাওয়াট নতুন পুনর্নবীকরণযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ভারত বিশ্বের বৃহত্তম শক্তি কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ২০২২ সালের মধ্যে ১০০ গিগা ওয়াট সৌর বিদ্যুৎ এবং ৬০ গিগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে  ভারত জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর।

নতুন এই সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে উৎপাদকরা গ্রাহকদের ইউনিট প্রতি ২.৪৫ পয়সার বেশি নিতে পারবেন না।

ভারত ২০৩০ সালের মধ্যে ৪৫০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1725105) आगंतुक पटल : 311
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , हिन्दी , Tamil , Urdu