বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
খনির ভিতর ও উঁচু পাহাড়ে ন্যানোরড ভিত্তিক অক্সিজেন সেন্সার মানুষের জীবন রক্ষা করবে
Posted On:
03 JUN 2021 5:41PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৩ জুন, ২০২১
ভারতীয় বিজ্ঞানীরা ন্যানোরড ভিত্তিক অক্সিজেন সেন্সার উদ্ভাবন করেছে। অতিবেগুনী রশ্মির মাধ্যমে ঘরের তাপমাত্রায় এর সাহায্যে কোনো জায়গায় কতটা অক্সিজেন রয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য পাওয়া যাবে। খনির ভিতর, উঁচু এলাকায়, বিমানের ভিতর এবং গবেষণাগারে এর ফলে সুবিধা হবে।
এইসব জায়গায় অক্সিজেন কতটা আছে তা বোঝা গেলে বহু দূর্ঘটনা এড়ানো সম্ভব। ধাতুর অক্সাইড সেমি কন্ডাক্টরের সাহায্যে ন্যানোরড ভিত্তিক এই অক্সিজেন সেন্সার কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্ব শাসিত সংস্থা সেন্টার ফর ন্যানো অ্যান্ড সফ্ট ম্যাটার সায়েন্সেস-এর একদল বিজ্ঞানী উদ্ভাবন করেছেন। তাঁরা একাজে টাইটেনিয়াম অক্সাইড দিয়ে তৈরি সেমি কন্ডাক্টর অতিবেগুনী রশ্মির সাহায্যে ব্যবহার করেছেন। দেখা গেছে ঘরের তাপমাত্রায় খুব কম বিদ্যুৎ ব্যবহার করে এই সেন্সর অক্সিজেনের পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য দিচ্ছে।
CG/CB/NS
(Release ID: 1724237)