স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী পর্ষদের ১৪৯ তম অধিবেশনে ডঃ হর্ষবর্ধন বলেছেন, এখন সময় এসেছে কাজ করার
Posted On:
02 JUN 2021 5:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ জুন, ২০২১
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ হর্ষবর্ধন আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন দিল্লিতে নির্মাণ ভবন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) কার্যনির্বাহী পর্ষদের ১৪৯ তম অধিবেশনে ভাষণ দেন। ডঃ হর্ষবর্ধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী পর্ষদের চেয়ারপার্সন হিসেবে সাফল্যের সঙ্গে তার মেয়াদকাল আজ সম্পূর্ণ করেছেন।
ডঃ হর্ষবর্ধন শ্রোতাদের স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, সারা বিশ্বজুড়ে যে সমস্ত সাহসী করোনা যোদ্ধা প্রাণ উৎসর্গ করেছেন, তাঁরা নিসন্দেহে প্রশংসার দাবি রাখেন। সমগ্র মানব জাতির অস্তিত্ব বজায় রাখতে এঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
ডঃ হর্ষবর্ধন আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারীর সময় সমস্ত সদস্য দেশের সাহায্যে পাশে দাঁড়িয়েছে এবং সমতার মূল্যবোধের প্রতি অঙ্গিকারবদ্ধ থেকেছে। বিশ্বব্যাপী মহামারীর মোকাবিলায় সকলের কাছে কোভিড-১৯ টিকা পৌঁছে দিতে হু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, যাতে টিকাকরণ থেকে কেউ যেন বাদ না পড়েন। তিনি বলেন, 'এখন সময় এসেছে কাজ করার'। বর্তমান পরিস্থিতি সকলের কাছে এটা স্পষ্ট করে তুলেছে যে, আগামী দু-দশকে স্বাস্থ্য ক্ষেত্রে আরও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন এক অভিন্ন সহযোগিতা, যাতে সকলেই সমান দায়িত্ব ভাগ করে নিতে পারে। বর্তমান বিশ্ব সঙ্কটে ঝুঁকি হ্রাস এবং তা প্রতিরোধ করতে বিশ্ব অংশিদারিত্বকে আরও মজবুত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অবশ্য, এজন্য প্রয়োজন বিশ্ব জনস্বাস্থ্য ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগের।
জনস্বাস্থ্য ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রয়োজনীয় কর্ম পরিকল্পনা প্রনয়ণ করে সমগ্র বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। অবশ্য জনস্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবিলায় কাজ করার আরও অনেক সুযোগ রয়েছে। স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, বর্তমান সঙ্কটগ্রস্ত পরিস্থিতিতে মেধা সম্পদের অধিকার নির্দিষ্ট কয়েকটি শিল্প সংস্থার হাতে কুক্ষিগত থাকা উচিত নয়। এব্যাপারে মেধাসম্পদ সহযোগিতামূলক গবেষণার জন্য ভাগ করে নেওয়া প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশ্ব বাণিজ্য সংগঠনের মত প্রতিষ্ঠানগুলিকে বর্তমান জটিল সময়ে সকলের কাছে সুলভে ওষুধপত্র পৌঁছে দিতে সুষ্ঠু পন্থা খুঁজে বের করতে হবে বলেও ডঃ হর্ষবর্ধন অভিমত প্রকাশ করেন। উল্লেখ করা যেতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী পর্ষদের নতুন চেয়ারপার্সন মনোনিত হয়েছেন কেনিয়ার ডঃ প্যাট্রিক আমোথ।
CG/BD/AS/
(Release ID: 1723874)
Visitor Counter : 198