স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে ২৩ কোটিরও বেশি টিকার ডোজ পাঠানো হয়েছে

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির কাছে এখনও ১.৬৪ কোটি টিকার ডোজ রয়েছে

Posted On: 02 JUN 2021 12:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ জুন, ২০২১

 

দেশজুড়ে যে করোনার টিকাকরন অভিযান চলছে তাতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে বিনামূল্যে টিকা  সরবরাহ করে চলেছে। এর পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে সরাসরি টিকা সংগ্রহ করতে সহায়তা করছে। 

করোনা টিকাকরনের তৃতীয় পর্যায় গত ১ মে, ২০২১ থেকে শুরু হয়েছে।

সরকারি ব্যবস্থাপনা অনুযায়ী, প্রতিমাসে কেন্দ্রীয় ড্রাগস ল্যাবরটরির মাধ্যমে টিকা প্রস্তুতকারী সংস্থার পাঠানো টিকার ৫০ শতাংশ কেন্দ্রীয় সরকার সংগ্রহ করবে। সেখান থেকে সরকার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিনামূল্যে টিকার ডোজ পাঠায়।

এপর্যন্ত কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে মোট ২৩,৩৫,৮৬,৯৬০টি টিকার ডোজ পাঠিয়েছে।

আজ সকাল ৮ তা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অপচয় সহ টিকার পরিমাণ দাঁড়িয়েছে ২১,৭১,৪৪,০২২ টি ডোজ।

এখনো পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ১.৬৪ কোটি করোনার টিকার ডোজ রয়েছে।

 

CG/SB



(Release ID: 1723867) Visitor Counter : 172