কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক

অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর এমসিএ২১ ভার্সন ৩.০-র প্রথম পর্যায়ের সূচনা করেছেন

Posted On: 24 MAY 2021 3:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মে,  ২০২১

 

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর আজ এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সংস্কারসাধিত ওয়েবসাইট এমসিএ২১ ভার্সন ৩.০-র সূচনা করেছেন। নতুন এই ওয়েবসাইটটিতে মন্ত্রকের আধিকারিকদের জন্য নতুন ই-মেল পরিষেবা সহ দুটি নতুন মডিউল বা বৈশিষ্ট্য – ই-বুক এবং ই-কনসালটেশন রয়েছে। অনুষ্ঠানে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিব শ্রী রাজেশ ভার্মা সহ উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রী ঠাকুর বলেন, আর্থিক দিক থেকে ভারতকে মহাশক্তিধর দেশে পরিণত করতে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি আরও বলেন, ‘আমাদের অর্থনৈতিক কাজকর্মের গতি আরও ত্বরান্বিত করতে হবে। একই সঙ্গে, আমাদের অংশীদারদের স্বার্থের বিষয়টিও সুনিশ্চিত করতে হবে। সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কর্পোরেট সংস্থা কেন্দ্রীয় সরকারকে  বন্ধু মনোভাবাপন্ন এবং সহযোগী অংশীদার হিসাবে গণ্য করে। শ্রী ঠাকুর বলেন, নতুন এই ওয়েবসাইটটি ব্যবহারকারীদের এক অভিনব অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ করে দেবে। এতে রয়েছে, ই-বুক এবং ই-কনসালটেশন পরিষেবা। এছাড়াও, কোনও আইনের ঐতিহাসিক পরিবর্তনের নতুন সংস্থানগুলিকেও তুলে ধরা সম্ভব হবে। মন্ত্রকের নতুন এই ওয়েবসাইটটি সম্পর্কে সচিব শ্রী ভার্মা বলেন, ফাইল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি যাচাইয়ের ক্ষেত্রে সময় সাশ্রয় করবে। এরফলে, সমগ্র অ্যাটাচমেন্ট ব্যবস্থা আরও সরল হয়ে উঠবে।

 

CG/BD/SB



(Release ID: 1721345) Visitor Counter : 223