বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

শরীরে কোভিড-১৯এর মোট অ্যান্টিবডির পরিমাণ সঠিকভাবে দ্রুততার সঙ্গে জানার জন্য ডিএসটির সহায়তাপ্রাপ্ত স্টার্ট আপ সংস্থার ইলেক্ট্রোকেমিক্যাল অ্যালাইজা টেস্ট উদ্ভাবন

Posted On: 22 MAY 2021 9:39AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২২  মে, ২০২১

 

ব্যাঙ্গালোর ভিত্তিক একটি স্টার্ট আপ বা নতুন উদ্যোগ সংস্থা ইলেক্ট্রোকেমিক্যাল অ্যালাইজা টেস্ট করার নতুন পন্থা উদ্ভাবন করেছে যার সাহায্যে নমুনা থেকে কোভিড-১৯এর মোট অ্যান্টিবডির পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।  

পথশোধ হেল্থ কেয়ার,  ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সেসের সোস্যাইটি ফর ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সাহায্যে গড়ে উঠেছে। এই সংস্থাটি কোভিড-১৯এর IgM ও IgG অ্যান্টিবডি শনাক্ত করার জন্য ইলেক্ট্রোকেমিক্যাল অ্যালাইজা টেস্টের নতুন পন্থা উদ্ভাবন করেছে। নমুনাতে কতটা অ্যান্টিবডি রয়েছে সেটি এই পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের নির্ধারিত শর্তাবলী পূরণের পর সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন থেকে এই টেস্টের সরঞ্জাম বিক্রি করার অনুমতি পাওয়া গেছে। 

কোভিড-১৯এর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর কবচ নামে একটি বিশেষ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে নতুন নতুন প্রযুক্তি ও উপাদান উদ্ভাবনে সাহায্য করা হয়। আইআইটি বম্বের ‘সাইন’ এবং হায়দ্রাবাদের আইকেপি নলেজ পার্ক যৌথভাবে এই প্রযুক্তি উদ্ভাবনে সাহায্য করেছে। 

সার্স-কোভ-২এর মধ্যে থাকা গ্লাইকো প্রোটিন এস১ চিহ্নিত করতে IgM ও IgG অ্যান্টিবডির পরিমাণ নির্ধারণের ভূমিকা গুরুত্বপূর্ণ। অ্যান্টিবডি পরীক্ষায় এস১ প্রোটিন শনাক্ত করতে পারলে রোগ সংক্রমণের প্রতিরোধী ক্ষমতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। অ্যালাইজা পদ্ধতিতে যেভাবে অ্যান্টিবডি নির্ধারণ করা হয়, পথশোধ প্রযুক্তির মাধ্যমে একইভাবে অ্যান্টিবডি খুঁজে পাওয়া যায়। ভারতে ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রযুক্তির সত্ত্বাধিকারের আবেদন করা হয়েছে।   

এর জন্য যে সরঞ্জাম লাগে তার একটিতে রক্তের নমুনা থেকে কি কি তথ্য পাওয়া গেল সে বিষয়ে জানা যায়। অন্য অংশে একটি নমুনা পরীক্ষার স্ট্রিপ থাকে, যে স্ট্রিপে আঙুল থেকে পরীক্ষার জন্য রক্ত নেওয়া হয়। ৫ মিনিটের মধ্যে যে ফল পাওয়া যায় সেটি সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হয়। এই ফল স্বয়ংক্রিয়ভাবে দেখা যায়। এখানে ১ লক্ষ নমুনা পরীক্ষার ফল সঞ্চিত রাখার ব্যবস্থা রয়েছে। 

এভাবে নমুনা পরীক্ষা শুধুমাত্র অ্যান্টিবডির পরিমাণ জানতেই সাহায্য করেনা, আগে কোনো সংক্রমণ হয়ে থাকলে সে বিষয়েও ধারণা পাওয়া যায়। এরফলে কাউকে টিকা দেওয়া হলে তার শরীরে কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে সে বিষয়েও  এই যন্ত্রের সাহায্যে ধারণা পাওয়া সম্ভব। 

 

CG/CB/NS


(Release ID: 1720951) Visitor Counter : 1667