প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, ডিআরডিও কোভিড-১৯ অ্যান্টিবডি সনাক্তকরণ কিট তৈরি করেছে
प्रविष्टि तिथि:
21 MAY 2021 3:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ মে, ২০২১
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, ডিআরডিও কোভিড-১৯ অ্যান্টি বডি সনাক্তকরণের কিট তৈরি করেছে। ডিপকোভ্যান নামক এই কিট করোনাভাইরাস সনাক্ত করতে পারে। এই কিট বাণিজ্যিকভাবে আগামী জুন মাসে চালু করা হবে।
দিল্লি কেন্দ্রিক উন্নয়ন এবং উৎপাদন সংস্থা ভ্যানগার্ড ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে। ডিআরডিও-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি দেশীয়ভাবে বিজ্ঞানীরা তৈরি করেছেন এবং দিল্লির বিভিন্ন হাসপাতাল থেকে ১ হাজারটিরও বেশি রোগীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়েছে। এই কিটের মাধ্যমে ৭৫ টাকা দিয়ে নমুনা পরীক্ষা করানো যাবে। কিটের মেয়াদ ১৮ মাস।
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ডিআরডিও-র এই প্রচেষ্টার প্রশংসা করেছেন।
CG/ SB
(रिलीज़ आईडी: 1720824)
आगंतुक पटल : 320