ভূ-বিজ্ঞানমন্ত্রক
ঘূর্ণিঝড় “টউটে” আগামী ১৮ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে ১৮ই মে বিকেল/সন্ধ্যের সময় উত্তর- উত্তর- পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুজরাটের পোরবন্দর ও নালিয়ার মধ্যে দিয়ে বয়ে যাবে
Posted On:
15 MAY 2021 3:20PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৫ মে, ২০২১
ভারতের জলবায়ু সংক্রান্ত দপ্তরের পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে ঘূর্ণিঝড় “টউটে” পূর্ব মধ্য ও দক্ষিণ আরব সাগর থেকে ঘণ্টায় ১১ কিলোমিটার গতিবেগে এগিয়ে চলেছে। এরপর এই ঝড় আরও শক্তি সঞ্চয় করে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আমিনিদিভির উত্তর-উত্তর পশ্চিম দিকে ১৯০ কিলোমিটার দূরে, গোয়া পানাজির ৩৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিম দিকে, গুজরাটের বিরাওয়ালের থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে এবং পাকিস্তানের করাচির দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে ১০২০ কিলোমিটার দূরে এর কেন্দ্রটি আজ সকালে অবস্থান করেছে। এই ঘূর্ণিঝড় আরও শক্তি সঞ্চয় করবে এবং ধারণা করা হচ্ছে ১৮ই মে বিকেল/সন্ধ্যের দিকে গুজরাটের পোরবন্দর ও নালিয়ার মধ্যবর্তী স্থানে আছড়ে পরবে।
এর ফলে লাক্ষ্মাদ্বীপ, কেরালা, তামিলনাড়ু (পূর্বঘাট সংলগ্ন জেলা), কর্ণাটকের মধ্য ও সন্নিহিত পশ্চিমঘাট সংলগ্ন জেলাগুলি, কোঙ্কণ, গোয়া, গুজরাট এবং পশ্চিম রাজস্থানে আগামী ১৮ মে পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। পরে এটি গতি সঞ্চয় করে ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার হতে পারে।
দক্ষিণ পূর্ব আরব সাগরে এর ফলে প্রবল বাতাস বইবে। সমুদ্র উত্তাল থাকায় লাক্ষ্মাদ্বীপ ও মালদ্বীপ সংলগ্ন এলাকা এবং ভারত মহাসাগরের অক্ষ্মীয় এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। মৎসজীবীদের কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র উপকূল সংলগ্ন এলাকা থেকে মাঝ সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে যে ক্ষয়ক্ষতি হবে তা মোকাবিলায় প্রশাসন উদ্যোগ নিয়েছে। আমরেলি, রাজকোট ও মরবি অঞ্চলে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। এ বিষয়ে আরও জানতে চাইলে নিচের সাইটে ক্লিক করুন।
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/may/doc202151511.pdf
CG/CB /NS
(Release ID: 1718930)
Visitor Counter : 197