বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
গ্রামাঞ্চল এবং প্রত্যন্ত এলাকায় কোভিড-১৯এর নমুনা পরীক্ষা দ্রুততার সঙ্গে করার জন্য স্বল্প মূল্যের টেস্ট কিট তৈরিতে নতুন উদ্যোগগুলিকে ডিএসটি-র সহায়তা
Posted On:
15 MAY 2021 4:48PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৫ মে, ২০২১
কোভিড-১৯এর নমুনা পরীক্ষার জন্য মুম্বাই ভিত্তিক একটি নতুন উদ্যোগী সংস্থা র্যা পিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে মাত্র ১০০ টাকায় পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে। পতঞ্জলী ফার্মা আরটিপিসিআর এবং র্যা পিড অ্যান্টিজেন টেস্ট যাতে কম পয়সায় করা যায় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর ২০২০র জুলাই মাসে কোভিড-১৯এর নমুনা দ্রুত পরীক্ষা করার জন্য দ্য সেন্টার ফর আগমেন্টিং ওয়ার উইথ কোভিড-১৯ হেল্থ ক্রাইসিস বা ‘কবোচ’ প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ নিয়েছে। বম্বে আইআইটি এই ধরণের কিটটি উদ্ভাবন করেছে। এই কিটের সমস্ত প্রযুক্তি তারা পতঞ্জলী ফার্মাকে হস্তান্তরিত করেছে। ৮-৯ মাসের মধ্যেই উদ্ভাবিত কিটটির কার্যকারিতা বিভিন্ন কোভিড কেন্দ্রে গিয়ে পরীক্ষা করা হয়েছে।
নতুন উদ্যোগী এই সংস্থা জুন মাসের গোড়ায় র্যা পিড কোভিড-১৯ অ্যান্টিজেন টেস্টের উপাদানগুলি বাজারে নিয়ে আসবে। এর সাহায্যে ১০-১৫ মিনিটের মধ্যে নমুনা পরীক্ষা করা যায়। এই পরীক্ষা অত্যন্ত ব্যয় সাশ্রয়ী যার সাহায্য নিয়ে মহামারীকে সহজেই নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। পতঞ্জলী ফার্মা বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ‘সিড’ তহবিল, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির ইগনিশন তহবিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে আইইউএসএসটিএফ তহবিলের সাহায্যে কোভিড-১৯এর নমুনা পরীক্ষার জন্য নানা প্রযুক্তি নিয়ে কাজ করছে।
CG/CB/NS
(Release ID: 1718927)
Visitor Counter : 212