শিল্পওবাণিজ্যমন্ত্রক

চিকিৎসার কাজে ব্যবহৃত অক্সিজেনের মজুত ও পরিবহণের জন্য ২০১৬র গ্যাস সিলিন্ডার সংক্রান্ত নিয়মাবলীতে ছাড়, এর ফলে সিলিন্ডার, প্রেসার ভেসেল আমদানির ক্ষেত্রে সুবিধা

प्रविष्टि तिथि: 15 MAY 2021 5:07PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৫  মে, ২০২১

 

কেন্দ্র অক্সিজেন সিলিন্ডার আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উৎপাদক  সংস্থাগুলির অনুমোদনের প্রস্তাব পুনর্বিবেচনা করেছে। পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন বা পেসো এই সিলিন্ডার আমদানি করে। পেসো আন্তর্জাতিক সংস্থাগুলির থেকে আমদানি করা সিলিন্ডার আর যাচাই করে দেখবে না। এখন থেকে অনলাইনে দ্রুততার সঙ্গে উৎপাদক সংস্থার আইএসও সার্টিফিকেট, ব্যাচ নাম্বার, নকশা, হাইড্রো টেস্ট সার্টিফিকেট এবং তৃতীয় পক্ষের পরিদর্শন সংক্রান্ত সার্টিফিকেট জমা দিলেই অনুমোদন পাওয়া যাবে। যেসব বিদেশী সংস্থাগুলি অক্সিজেন সিলিন্ডার ভারতে পাঠাতে চায় তারা অনলাইন ব্যবস্থাপনার সাহায্যে সহজেই তা করতে পারবে।

দেশ জুড়ে কোভিড পরিস্থিতির কারণে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়ে গেছে। এছাড়াও পিএসএ প্ল্যান্ট, আইএসও শংসায়িত কন্টেনার আমদানিরও প্রয়োজন হয়েছে। বর্তমান সিদ্ধান্তের ফলে পেসোর থেকে আমদানি সংক্রান্ত অনুমতি ছাড়াই এই কাজ করা যাবে। এইসব সিলিন্ডারে গ্যাস ভর্তির অনুমতি দেওয়ার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে।

গ্যাস ভর্তি হওয়ার পর সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে এবং সেই গ্যাসের গুণমান সম্পর্কে মেডিক্যাল/ফুড অ্যান্ড ড্রাগস কন্ট্রোলার যাচাই করবে। 

হাসপাতালে পিএসএ বসানোর ক্ষেত্রে যেহেতু কোনো গ্যাসের সিলিন্ডার লাগে না তাই পেসোর অনুমতি ছাড়াই সেখানে অক্সিজেন উৎপাদন করে সরবরাহ করা যাবে। তবে কোনো পিএসএ-র সঙ্গে কম্প্রেসর লাগানো থাকলে হাসপাতালকে সেক্ষেত্রে ক-টি জায়গা থেকে অক্সিজেন ভরা হচ্ছে, কতো সিলিন্ডার অক্সিজেন মজুত রয়েছে, জায়গাটিতে যথাযথ আলো এবং বাতাসের ব্যবস্থা রয়েছে কি না এ সংক্রান্ত তথ্য পেসোকে জানাতে হবে। শিল্পোৎসাহ এবং অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর কোনো বিজ্ঞপ্তি না দিলে আগামী ৬ মাস এই নির্দেশ বলবৎ থাকবে।

 

CG/CB /NS


(रिलीज़ आईडी: 1718925) आगंतुक पटल : 1597
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Punjabi , Tamil