তথ্যওসম্প্রচারমন্ত্রক

সকলের প্রার্থনা আর চিকিৎসকদের পরিষেবা পেয়ে করোনা জয় ২০ দিনের শিশু সুখদীপের

Posted On: 08 MAY 2021 5:31PM by PIB Kolkata

চণ্ডীগড়, ৮ মে, ২০২১

 

যখন তার করোনা পজেটিভ সনাক্ত হয় তখন তার বয়স মাত্র ২০ দিন আর তাকে করোনা যোদ্ধা হতে সময় লেগেছে দশ দিন। তার বাবা-মায়ের প্রার্থনা এবং চিকিৎসক ও নার্সদের নিঃস্বার্থ পরিষেবা এবং দক্ষতা তাকে মারাত্মক ভাইরাস থেকে মুক্ত করেছে।

আরটি-পিসিআর সহ সমস্ত পরীক্ষায় কোভিড নেগেটিভ রিপোর্ট হওয়ার পরে রাজ্যের সবচেয়ে কনিষ্ঠ করোনা জয়ী শিশু সুখদীপ সিংকে গতকাল যখন জলন্ধরের পাঞ্জাব ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)থেকে ছেড়ে দেওয়া হয় তখন চারদিকে সবার মুখেই ছিল যুদ্ধ জয়ের হাসি। 

 


SDG/


(Release ID: 1717119) Visitor Counter : 125