প্রতিরক্ষামন্ত্রক
দিল্লি এবং হরিয়ানায় ৫টি চিকিৎসা অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবে ডিআরডিও
Posted On:
04 MAY 2021 6:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ মে, ২০২১
কোভিড ১৯ সংক্রমণ মোকাবিলা এবং অক্সিজেনের প্রয়োজনীয়তা বৃদ্ধির জন্য পিএম কেয়ার্স তহবিলের আওতায় সারা দেশে ৫০০টি চিকিৎসা অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে । আগামী ৩ মাসের মধ্যে এই প্ল্যান্টগুলি স্থাপনের পরিকল্পনা করা হয়েছে । প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআর়ডিও), তার শিল্প সংস্থাগুলির মাধ্যমে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিল্লি সংলগ্ন অঞ্চলে ৫টি চিকিৎসা অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হবে । এআইআইএমএস ট্রমা সেন্টার, ডঃ রামমোহন লোহিয়া হাসপাতাল, সবদরজং হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ এবং হরিয়ানার ঝাঁঝর-এর এআইআইএমএস-এ এই ৫টি চিকিৎসা অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হবে । পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত চৌঠা মে দিল্লির এআইআইএমএস এবং রামমোহন লোহিয়া হাসপাতালে ২টি প্ল্যান্ট স্থাপন করা হয় । এই প্ল্যান্ট দুটি সরবরাহ করেছে কোয়েম্বাটুরের ট্রিডেন্ট নিউম্যাটিক্স প্রাইভেট লিমিটেড । এই সংস্থাটির প্রযুক্তিগত অংশীদার হল ডিআরডিও । এই সংস্থাটিকে ৪৮টি প্ল্যান্টের বরাত দেওয়া হয়েছে । ৩৩২টি প্ল্যান্ট সরবরাহের দায়িত্বে আছে টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড । তারা মে মাসের মাঝামাঝি সময় থেকে এই প্ল্যান্টগুলি সরবরাহের কাজ শুরু করবে । এই প্ল্যান্ট সরবরাহের সময় খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হয় । সমান্তরাল ভাবে প্রতিটি হাসপাতালে এই প্ল্যান্ট বসানোর জন্য জায়গাগুলি প্রস্তুত করা হচ্ছে ।
প্রতি মিনিটে হাজার লিটার তরল অক্সিজেন উৎপাদনের জন্য এই প্ল্যান্টগুলির পরিকল্পনা করা হয়েছে । প্রতি মিনিটে ৫ লিটার তরল অক্সিজেন পৌঁছে দিতে পারবে ১৯০ জন রোগীকে । এর জন্য সিলিন্ডার পিছু প্রতিদিন খরচ হবে ১৯৫ টাকা । ডিআরডিও এই চিকিৎসা অক্সিজেন প্ল্যান্টের প্রযুক্তিগুলি তৈরি করেছে । এই প্ল্যান্টগুলি প্রতিস্থাপন হলে অক্সিজেন পরিবহনের খরচ কমে আসবে এবং জরুরি অবস্থায় কোভিড ১৯ রোগীদের বিশেষ সহায়তা প্রদান করবে ।
SDG/SS/RAB/
(Release ID: 1716074)
Visitor Counter : 204