শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে ইএসআইসি তার সুবিধাভোগীদের কাছে চিকিৎসা পরিষেবা ও সহায়তা পৌঁছে দিয়েছে
Posted On:
29 APR 2021 4:30PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৯ এপ্রিল, ২০২১
ইএসআইসি'র বীমা সুবিধা প্রাপ্ত কোন ব্যক্তি অথবা তার পরিবারের সদস্যরা কোভিড-১৯ সংক্রমিত হলে সুনির্দিষ্ট ইএসআইসি/ইএসআইএস হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। বর্তমানে ২১টি ইএসআইসি হাসপাতালে ৩ হাজার ৬৭৬টি কোভিড আইসোলেশন বেড, ২২৯টি আইসিইউ বেড, ১৬৩টি ভেন্টিলেটর বেড রয়েছে। এমনকি রাজ্য সরকার পরিচালিত ২৬টি ইএসআই হাসপাতালে ২ হাজার ২৩টি বেড রয়েছে, যেগুলি সুনির্দিষ্ট কোভিড-১৯ হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি প্রতিটি ইএসআইসি হাসপাতালের অন্তত ২০ শতাংশ বেড সুনির্দিষ্ট কোভিড বেড হিসেবে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ইএসআই-এর সুবিধাভোগী, কর্মচারী এবং পেনশনভোগীরা সেখান থেকে চিকিৎসার সুবিধা পান। গুরুতর কোভিড-১৯ রোগীদের জীবন বাঁচাতে প্লাজমা থেরাপি থেকে আশাপ্রদ ফল পাওয়া গেছে। এখন ফরিদাবাদের ইএসআইসি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সনৎ নগরে ইএসআইসি মেডিকেল কলেজ ও হাসপাতালে এই প্লাজমা থেরাপির সুবিধা চালু করা হয়েছে। ইএসআই-এর সুবিধাভোগীদের কোন রকম সুপারিশ চিঠি ছাড়াই পরিবারের সদস্যরা চুক্তিবদ্ধ হাসপাতালগুলি থেকে জরুরি ভিত্তিতে সরাসরি চিকিৎসা করাতে পারবেন। এমনকি ইএসআই-এর সুবিধাভোগী বা তার পরিবারের সদস্য কোভিড-১৯ সংক্রমিত হয়ে যদি কোনো বেসরকারী প্রতিষ্ঠান থেকে চিকিৎসার সুবিধা গ্রহণ করেন তার খরচও দাবি করতে পারবেন।
কোভিড-১৯এ সংক্রমিত হওয়ার কারণে যদি বীমার সুবিধাপ্রাপ্ত কোনও ব্যক্তি তার কাজে অনুপস্থিত থাকেন তবে তিনি ৯১ দিনের জন্য গড়ে প্রতিদিনের মজুরির ৭০ শতাংশ পর্যন্ত দাবি করতে পারেন। বীমার সুবিধাপ্রাপ্ত কোনও ব্যক্তির দূর্ভাগ্যজনক ভাবে মৃত্যুর ঘটনা ঘটলে, তার পরিবারের সবচেয়ে বড় জীবিত সদস্যকে মৃতের শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।
SC/SS /NS
(Release ID: 1714932)
Visitor Counter : 227