আইনওবিচারমন্ত্রক

ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি পদে বিচারপতি শ্রীমতী ভিমলা সিং কাপুর নিযুক্ত হয়েছেন

Posted On: 28 APR 2021 11:38AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ এপ্রিল, ২০২১

 

ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ২১৭ ধারার ১ নম্বর উপধারা অনুযায়ী প্রদপ্ত ক্ষমতাবলে ছত্তিশগড় হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি শ্রীমতী ভিমলা সিং কাপুর-কে ওই হাইকোর্টেরই বিচারপতি পদে নিযুক্ত করেছেন। দায়িত্ব গ্রহণের দিন থেকেই ওই পদে তাঁর কার্যভার শুরু হবে। কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রকের ন্যায় বিচার দপ্তরের পক্ষ থেকে এই মর্মে আজ এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

শ্রীমতী ভিমলা সিং কাপুর ১৯৮৭-র ৩রা সেপ্টেম্বর দেওয়ানী বিচারক হিসেবে জ্যুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। ২০১৮-র ১৮ই জুন তাঁকে ছত্তিশগড় হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে ২ বছরের মেয়াদে নিযুক্ত করা হয়। অতিরিক্ত বিচারপতি হিসেবে তাঁর মেয়াদ ২০২০-র ১৮ই জুন থেকে আরও এক বছর বাড়ানো হয়েছে। 

 

SDG/BD/AS/



(Release ID: 1714736) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Hindi , Tamil