স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ টিকাকরণ - ১০২তম দিন
আজ সন্ধে ৮টা পর্যন্ত ২৪ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়ার সঙ্গে সঙ্গে দেশে মোট টিকাকরণ ১৪.৭৭ কোটি ছাড়িয়েছে
Posted On:
27 APR 2021 9:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ এপ্রিল, ২০২১
দেশে মোট টিকাকরণ ১৪ কোটি ৭৭ লক্ষ ছাড়িয়েছে। একই সঙ্গে আজ সন্ধে ৮টা পর্যন্ত ২৪ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী সন্ধে ৮টা পর্যন্ত ১৪ কোটি ৭৭ লক্ষ ২৭ হাজার ৫৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ৯৩ লক্ষ ৪৭ হাজার ১০৩ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৬১ লক্ষ ৫ হাজার ১৫৯ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ২২ লক্ষ ১৭ হাজার ৭৬২ জন কর্মী প্রথম ডোজ এবং ৬৫ লক্ষ ২৩ হাজার ৫২০ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও ৪৫-৬০ বছর বয়সী ৫ কোটি ২ লক্ষ ৩৪ হাজার ১৮৬ জন প্রথম ডোজ এবং ২৯ লক্ষ ১৮ হাজার ৩০৫ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। একই ভাবে ৬০ বছরের বেশি বয়সী ৫ কোটি ১০ লক্ষ ৬২ হাজার ৯৫৯ জন প্রথম ডোজ এবং ৯৩ লক্ষ ১৮ হাজার ৬০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে টিকাকরণ অভিযানের ১০২-তম দিনে আজ সন্ধে ৮টা পর্যন্ত ২৪ লক্ষ ৫৫ হাজার ৮৬৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ১৫ লক্ষ ১ হাজার ২ জন গ্রহীতা প্রথম ডোজ এবং ৯ লক্ষ ৫৪ হাজার ৮৬৭ জন গ্রহীতা দ্বিতীয় ডোজ পেয়েছেন। আজ টিকাকরণের চূড়ান্ত রিপোর্ট মধ্যরাত্রীর পর সম্পূর্ণ হবে।
SC/BD/AS/
(Release ID: 1714600)
Visitor Counter : 175