ভূ-বিজ্ঞানমন্ত্রক

আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ গুজরাট ও ওড়িশার কিছু কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উপকূলবর্তী ওড়িশা, সৌরাষ্ট্র ও কচ্ছ-এর কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ পরিলক্ষিত হয়েছে

प्रविष्टि तिथि: 27 APR 2021 10:20AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ এপ্রিল, ২০২১

 

ভারতীয় আবহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, গতকাল ভোর ৫-৩০ মিনিট থেকে আজ ভোর ৫-৩০ মিনিট পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উপকূলবর্তী ওড়িশা, সৌরাষ্ট্র ও কচ্ছ-এর কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ পরিলক্ষিত হয়েছে। এর ফলে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, ওড়িশা ও মধ্য মহারাষ্ট্রের অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়। গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পূর্ব বিহার, উপকূলবর্তী ওড়িশা, সৌরাষ্ট্র ও কচ্ছ সহ কোঙ্কন ও গোয়াতে স্বাভাবিক তাপমাত্রা ৩.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছে। অবশ্য, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল, উত্তর কর্ণাটকের প্রত্যন্ত কিছু এলাকা ও তামিলনাড়ু সহ পূর্ব মধ্যপ্রদেশ এবং পণ্ডিচেরীতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রেকর্ড করা হয়। অন্যদিকে দেশের বাকি অংশে তাপমাত্রা স্বাভাবিক ছিল। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সৌরাষ্ট্র এলাকার রাজকোটে। 

জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ গুজরাট ও ওড়িশার কিছু কিছু এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।


 
SC/BD/DM/


(रिलीज़ आईडी: 1714403) आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada