রেলমন্ত্রক

মুম্বাইতে প্রথম অক্সিজেন এক্সপ্রেস পৌঁছেছে

Posted On: 26 APR 2021 5:42PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ এপ্রিল, ২০২১

 

মহারাষ্ট্রের কালাম্বলিতে আজ সকাল ১১টা ২৫ মিনিটে চিকিৎসার জন্য ব্যবহৃত তরলীকৃত অক্সিজেন সহ তিনটি ট্যাঙ্কার এসে পৌঁছেছে। ২৫ এপ্রিল সন্ধ্যে ৬টা ০৩ মিনিটে গুজরাটের হাপা থেকে এই ট্রেনটি যাত্রা শুরু করেছিল। দ্রুত অক্সিজেন নিয়ে যাওয়ার জন্য রেল থেকে গ্রীণ করিডোরের করা হয়। দেশজুড়ে কোভিড সংক্রমিতদের চিকিৎসার জন্য এই তরলীকৃত অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

অক্সিজেন এক্সপ্রেস ৮৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৪৪ টন অক্সিজেন কালাম্বলিতে নিয়ে এসেছে। এই তিনটি ট্যাঙ্কার জামনগরের রিলায়েন্স ইন্ডাস্ট্রি সরবরাহ করেছে। মুম্বাই ও বিশাখাপত্তনমের মধ্যে এবং লক্ষ্ণৌ ও বোকারোর মধ্যে অক্সিজেন এক্সপ্রেস চলাচল করেছে। ২৫ এপ্রিলের হিসেব অনুযায়ী মোট ১৫০ টন অক্সিজেন পরিবহণ করা হয়েছে।

 

SDG/CB/SKD/


(Release ID: 1714244) Visitor Counter : 157