প্রতিরক্ষামন্ত্রক

হেলিকপ্টারের ইঞ্জিনের জন্য ডিআরডিও সিঙ্গল ক্লিস্টাল ব্লেড উদ্ভাবন করেছে

प्रविष्टि तिथि: 26 APR 2021 4:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ এপ্রিল, ২০২১ 

 

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন –ডিআরডিও) একক ক্রিস্টাল ব্লেড প্রযুক্তির উদ্ভাবন করেছে। হেলিকপ্টারের ইঞ্জিনের জন্য দেশীয় প্রযুক্তি ব্যবহারের উদ্যোগের অঙ্গ হিসেবে হিন্দুস্থান অ্যারোনেটিকস লিমিডেটস (হ্যাল)-কে ৬০টি এধরণের ব্লেড সরবরাহ করা হয়েছে। ডিআরডিও গবেষণাগার ডিফেন্স মেটালার্জিক্যাল রিসার্চ ল্যাবরেটরি (ডিএমআরএল) একক ক্রিস্টাল হাই প্রেশার টারবাইন ব্লেড তৈরি করতে নিকেল ভিত্তিক উন্নত শঙ্কর ধাতু ব্যবহার করেছে। ডিএমআরএল এধরণের ৫টি সেট তৈরি করছে, যার একটি সেট তৈরি হয়েছে, বাকি সেটগুলি নির্ধারিত সময়ে তৈরি করা হবে।

প্রতিকূল পরিস্থিতিতে কৌশলগত এবং প্রতিরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে হেলিকপ্টার ব্যবহার করা হয়। এখানে অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনের জন্য অত্যাধুনিক একক ক্রিস্টাল ব্লেড তৈরিতে যে নিকেল ভিত্তিক উন্নত শঙ্কর ধাতুর ব্যবহার করা হয়েছে সেটি উচ্চ তাপমাত্রায় ব্যবহার করা সম্ভব। এধরণের উপাদান মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া তৈরি করতে পারে। ডিএমআরএল-এর উদ্ভাবিত প্রযুক্তিতে সেরামিকের উপাদানগুলিকে ১৫০০ ডিগ্রি সেন্টিগ্রেডে গলিয়ে কাস্টিং করা হয়েছে। গলানোর ফলে উৎপন্ন তরল পদার্থ – সিএমএসএক্স-৪ –কে ব্যবহার করে ব্লেডটি তৈরি করা হয়। এই উন্নত প্রযুক্তি উদ্ভাবনের জন্য প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ডিআরডিও, হ্যাল এবং সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনে যে সমস্ত শিল্প সংস্থা যুক্ত ছিল তাদের সকলকে অভিনন্দন জানিয়েছেন। 


 
SDG/CB/SKD/


(रिलीज़ आईडी: 1714242) आगंतुक पटल : 295
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi