ভূ-বিজ্ঞানমন্ত্রক

তেলেঙ্গানা, কেরল, মহারাষ্ট্রে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস; গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, দক্ষিণ কর্ণাটকের প্রত্যন্ত এলাকা, তামিলনাড়ু, পুদুচেরী, কারাইকলে আজ বজ্রবিদ্যুতের পূর্বাভাস

Posted On: 26 APR 2021 11:22AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ এপ্রিল, ২০২১

 

ভারতীয় আবহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী সর্বভারতীয় আবহাওয়ার সতর্কীকরণ বুলেটিনে বলা হয়েছে আজ তেলেঙ্গানা, কেরল ও মহারাষ্ট্রের বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ সহ মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, রয়্যালসীমা, দক্ষিণ কর্ণাটকের প্রত্যন্ত এলাকা, তামিলনাড়ু, পণ্ডিচেরী ও কারাইকলে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে।

গুজরাট ও ওড়িশা উপকূলের কিছু কিছু এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলেও এই পূর্বাভাসে জানানো হয়েছে।

আগামীকাল ২৭ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ রাজ্য, দক্ষিণ ভারত, মধ্য ভারতের বিদর্ভ, সৌরাষ্ট্র এবং উত্তর ভারতের জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান ও হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। আগামী ২৮ তারিখ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্য, মধ্য ভারত, উত্তর ভারতের অধিকাংশ এলাকা এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পণ্ডিচেরী ও কারাইকলে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পূর্বাভাসে আরও বলা হয়েছে দক্ষিণ কর্ণাটকের প্রত্যন্ত এলাকা এবং উত্তর কেরলে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ তারিখ পশ্চিমবঙ্গ সহ সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল, উত্তর ভারতের জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ সহ কর্ণাটক, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু পণ্ডিচেরী সহ বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও, দক্ষিণ কর্ণাটকের প্রত্যন্ত এলাকা ও উত্তর কেরলের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৩০ তারিখ পশ্চিমবঙ্গ ও সিকিম সহ উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ রাজ্য, অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা, তেলেঙ্গানা, কেরল সহ উত্তর ভারতের জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান ও হিমাচল প্রদেশ সহ দক্ষিণ কর্ণাটকের উপকূল ও প্রত্যন্ত এলাকা, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু ও পণ্ডিচেরীতে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে দক্ষিণ কর্ণাটকের প্রত্যন্ত এলাকা ও উত্তর কেরলের বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

 

SC/BD/DM/



(Release ID: 1714213) Visitor Counter : 203